Home » স্লুইচ গেইট পরিদর্শন করলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার

স্লুইচ গেইট পরিদর্শন করলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

গত ২৫ বছরে পিছিয়ে থাকা কাকরাবন বিধানসভা কেন্দ্রটিকে উন্নত করার জন্য শাসক দলের বিধায়ক জিতেন্দ্র মজুমদার নিজ এলাকায় বিভিন্ন সমস্যা গুলি খতিয়ে দেখতে শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে নিজ বিধানসভা কেন্দ্রের ধূপতলীতে একটি স্লুইচ গেইট সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবৎ অচল অবস্থায় রয়েছে । তাই স্লুইচ গেইটিকে সংস্কারের মাধ্যমে আবারও সজল করার জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নিয়ে স্লুইচ গেইটটি পরিদর্শন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার । এদিন স্লুইচ গেইট পরিদর্শন শেষে কথা বলেন গ্রামবাসীদের সাথে । এলাকার উন্নয়নে এই গেইট দিয়ে যাওয়া জলগুলি যাতে সেচের কাজে ব্যবহার করা যায় তাহলে কৃষকদের ক্ষেত্রে অনেকটাই উপকারে আসবে । কেন বিগত দিনে স্লুইচ গেইটিকে সংস্কার করা হয়নি সেই বিষয়ে বুঝে উঠতে পারছেন না বিধায়ক। এমনটাই তিনি বললেন জনসাধারণকে । স্লুইচ গেইটিকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য দপ্তর কে নির্দেশ দেন বিধায়ক। বিধায়কের এই ধরনের উদ্যোগকে গ্রামবাসীরা সাধুবাদ জানিয়েছেন ।

You may also like

Leave a Comment