
ধর্মনগর প্রতিনিধি।
অতিরিক্ত গতি এবং তা সামাল দিতে না পারার কারণে এনএইচ এইটের জাতীয় সড়কের বাগবাসা এবং শনিছড়া বাজার এলাকার মাঝে ভয়াবহ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই গাড়ি টিআর ০৫এফ ১৮৫৬ কে চোরাই বাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হওয়া তেলবাহী গাড়ি ১২ চাকার tr 01 a n 1734 নম্বর এর গাড়িটি পাথর বোঝায় গাড়িকে প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে নিজে উল্টে যায় এবং পাথর গাড়িটিকে উল্টে দেয়। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ির চালক পালিয়ে যায়। উল্লেখ্য ১২ চাকার তেলবাহী গাড়িতে পাঁচটি চেম্বার রয়েছে এবং মোট ক্যাপাসিটি চব্বিশ হাজার লিটার থাকে। এই দুর্ঘটনার পর রাস্তা দিয়ে তেলবাহী গাড়ির ট্যাংক ফেটে তেলের স্রোত বইছে। ঘটনা জানতে পেরে উত্তর জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকা সৌম্য দেববর্মা, ধর্মনগর থেকে প্রশাসনিক কর্মকর্তারা এবং ইন্ডিয়ান অয়েলের কর্মকর্তারা এলাকায় ছুটে যায়। গাড়িটি ভারত পেট্রোলিয়ামের বলে জানা যায়। রাস্তা দিয়ে তেলের স্রোত বইতে থাকায় এলাকাবাসীরা বালতি জাতীয় বিভিন্ন পাত্র নিয়ে তেল সংগ্রহে উদ্ধত হলে পুলিশকে এইসব মানুষকে সরানোর জন্য সাময়িক লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে। জাতীয় সড়কে গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সার্বিক স্তরের প্রশাসনিক এবং দপ্তরের কর্মকর্তাদের দোড় ঝাঁপ চলছে। এদিকে পুলিশ প্রশাসন থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে কেউ যাতে বাড়ি ঘরে কোন ধরনের আগুন না ধরায়। তাহলে এলাকা জুড়ে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাবে। ক্রেন এনে গাড়ি দুটি সরিয়ে রাস্তা যানজট মুক্ত করা হয়েছে।