Home » ত্রিপুরা স্টেট ফার্মাসিটিক্যাল প্রাইজ মনিটরিং এন্ড রিসোর্স ইউনিট এর উদ্যোগে এক সচেতনতামূলক সেমিনার ।

ত্রিপুরা স্টেট ফার্মাসিটিক্যাল প্রাইজ মনিটরিং এন্ড রিসোর্স ইউনিট এর উদ্যোগে এক সচেতনতামূলক সেমিনার ।

by admin

ত্রিপুরা স্টেট ফার্মাসিটিক্যাল প্রাইজ মনিটরিং এন্ড রিসোর্স ইউনিট, ভারত সরকারের রসায়ন ও সার মন্ত্রকের অধীনে জাতীয় ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশিকায় তৈরি একটি সংস্থা যা স্টেট ড্রাগস কন্ট্রোলার তত্বাবধানে পরিচালিত হয় । শুক্রবার দুপুরে শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে এই সচেতনামূলক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের পূর্বে অনুষ্ঠিত উপস্থিত প্রধান অতিথির উপস্থিতিতে শান্তির বাজারে একটি ঔষধ দোকানে এপস সংক্রান্ত একটি পোষ্টারিং করাহয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি কাঞ্চন সিনহা ডেপুটি ড্রাগস কন্ট্রোলার ত্রিপুরা সরকার, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস, শান্তির বাজার জেলা হাসপাতালের এম এস ডাক্তার জনি সলিমন রিয়াং, ত্রিপুরা সরকারের ড্রাগস ইনেস্পেক্টর গৌতম ত্রিপুরা, অভিজিৎ দাস, সুপ্রীয় দাস, ইনিস্পেক্টিং অফিসার অদিত্য প্রকাশ চাকমা সহ অন্যান্যরা। আজকের এই সেমিনারে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর সাউথ ত্রিপুরা জেলার সদস্যদের মধ্যে ঔষধ এর দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ বিষয়কে নিয়ে যাবতীয় আলোচনা করা হয়। এই সেমিনারে ফার্মা সহি দাম মোবাইল অ্যাপ এর ব্যাবহার, উপকার, আর দৈনন্দিন জীবনে এ ঔষুধ কেনার সময় ঔষধের মূল্য যাচাই কিভাবে এই আ্যপে সাহায্য করতে পারে, তা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আলোচ্যবিষয় সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন ডেপুটি ড্রাগস কন্ট্রোলার কাঞ্চন সিনহা। আজকের সেমিনারে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment