Home » উত্তর জেলা আইনসভা কর্তৃক এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এক দিনের শিবির অনুষ্ঠিত।

উত্তর জেলা আইনসভা কর্তৃক এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এক দিনের শিবির অনুষ্ঠিত।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
রবিবার অর্থাৎ ১৭ ই ডিসেম্বর ২০২৩ ইং উত্তর জেলা আইনসভা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মধুবন এডিসি ভিলেজের জীবন ত্রিপুরা হায়ার সেকেন্ডারি স্কুলে একদিনের মেগা আইনি পরিষেবা শিবি র অনুষ্ঠিত হয় উত্তর শিবিরে শুভ উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ অংশুমান দেববর্মা উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি ডিস্ট্রিক্ট সেক্রেটারি রাজশ্রী চক্রবর্তী মহকুমা শাসক শ্যাম জয় জমাতিয়া ব্লক আধিকারিক নুরুল জামান ইসলাম চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার বিশ্বজিৎ দাস স্কুলের প্রধান শিক্ষক বিজন কুমার দাস উক্ত মেগা ক্যাম্পে ২২ টি দপ্তর উনাদের দপ্তরের স্টল খুলেন প্রায় সকল দপ্তর জনগণের মধ্যে তাৎক্ষণিক পরিষেবা প্রদান করেন যেমন পিআরটিসি এস সি এস টি ওবিসি ইনকাম সার্টিফিকেট প্রদান করা হয় ব্যাপক সংখ্যক মানুষের আধার কার্ড তৈরি করে দেওয়া হয় জেলা বিকলাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে দিব্যাঙ্গদের মধ্যে বিভিন্ন সামগ্রী যেমন ট্রাই সাইকেল হুইল চেয়ার হেয়ারিং এইড টি এল এম কিট স্মার্ট কেইন ইত্যাদি পরিষেবা দেওয়া হয় বনদপ্তরের পক্ষ থেকে জনগণের মধ্যে ব্যাপক সংখ্যক গাছের চারা বিতরণ করা হয় ফিশারী দপ্তর মাছের চারা এবং মাছের খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ব্যাপক সংখ্যক মানুষকে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এছাড়াও শিক্ষা দপ্তর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসন অগ্নিনির্বাপক দপ্তর আরক্ষা দপ্তর সর্বতো সহযোগিতা করেন শিবিরে ব্যাপক অংশের মানুষ পরিষেবা গ্রহণ করেন

You may also like

Leave a Comment