Home » পেচারথল এলাকায় গাঁজা বাগান ধ্বংস

পেচারথল এলাকায় গাঁজা বাগান ধ্বংস

by admin

প্রতিনিধি কৈলাসহর:-নেশা মুক্ত ত্রিপুরা গড়তে প্রতিনিয়ত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি সরকারি এবং বেসরকারি অনুষ্ঠানে এই নির্দেশ জারি রাখছেন। এক্ষেত্রে বড় দায়িত্ব রয়েছে পুলিশের।গোপন খবরের ভিত্তিতে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা ও ডি ওয়াই এস পি প্রভিশনার উৎপলেন্দু দেবনাথ সহ পেচারথল থানার আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মী ও টিএস আর অষ্টম ব্যাটেলিয়নের যৌথ অভিযানে আজ পেচারথল থানাধীন রামদুলা পাড়া ফরেস্ট রিসার্ভ এলাকায় ৮টি জায়গায় থাকা গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে।যার বাজারমূল্য আনুমানিক কুড়ি হাজার টাকা হবে বলে জানা গেছে।এই গাঁজা বাগান গুলো নষ্ট করার পাশাপাশি একই সাথে আগুন দিয়েও পুড়িয়ে দেওয়া হয়।আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment