Home » বামুটিয়ায় মর্ডান রাবার সিট প্রসেসিং ইউনিটের উদ্বোধন করলেন মন্ত্রী

বামুটিয়ায় মর্ডান রাবার সিট প্রসেসিং ইউনিটের উদ্বোধন করলেন মন্ত্রী

by admin

প্রতিনিধি মোহনপুর:-২০১৮ সালে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাবার চাষ এবং উৎপাদনে আমূল পরিবর্তন এসেছে। বৃদ্ধি হয়েছে রাবারের মূল্য। স্বাভাবিকভাবেই অধিক মুনাফা এসেছে রাজ্যের রাবার চাষীদের হাতে। সোমবার বামুটিয়ার তালতলা স্থিত বিনোদিনী চা বাগানে মর্ডান রাবার শিট প্রসেসিং ইউনিটের উদ্বোধন করতে এসে বললেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
বামুটিয়া বিধানসভার তালতলা এলাকায় বিনোদিনী চা বাগানে এসআরপি প্রজেক্ট লিমিটেড বিশালরা রাবার বাগান গড়ে তুলেছেন। দীর্ঘদিন যাবত এই রাবার বাগানে উৎপাদন শুরু হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগতমান সম্পন্ন রাবার সিট তৈরি করা সেই অর্থে হয়নি। সোমবার আধুনিক স্মোক হাউস উদ্বোধনের মধ্য দিয়ে এই চা বাগানের রাবার প্রজেক্ট থেকে গুণগত মান সম্পন্ন রাবার সিট তৈরি করা সম্ভব হবে। এদিন ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী বলেন ২০১৮ সালে গোটা ত্রিপুরা রাজ্যে রাবার চাষ হতো ৭৫ হাজার হেক্টর জমিতে। বর্তমানে এই চাষ বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ১২২ হেক্টর জমিতে। ২০১৭-১৮ সালে রাজ্যের রাবারের উৎপাদন হত ৫০ হাজার এমটি। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২ হাজার এমটিতে। এর মধ্যে দিয়ে কিভাবে রাজ্যে রাবারের ব্যাপক উন্নতি হচ্ছে তা ধারণা করা যায় বলে দাবি করলেন মন্ত্রী রতন লাল নাথ। উদ্বোধনী মঞ্চে তিনি আরো বলেন আগামী কেবিনেটে প্রস্তাব হতে যাচ্ছে যে সমস্ত চা বাগানে খালি জমি রয়েছে সেই জমিতে আগর, পাম ওয়েল এবং বাঁশ চাষ করার। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত গৃহীত হলে রাজ্যের চা বাগান গুলোতে যে সমস্ত খালি জমি রয়েছে সেগুলোতে এই অর্থকারী চাষ প্রক্রিয়ার মধ্য দিয়ে চা বাগান গুলো আরো সমৃদ্ধ হবে বলে আশা ব্যক্ত করলেন মন্ত্রী।উদ্বোধনী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবার বোর্ডের ডাইরেক্টর ডঃ সাবার ধননিয়া, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, বামুটিয়াপঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন এবং অন্যান্যরা।

You may also like

Leave a Comment