প্রতিনিধি , উদয়পুর :-
কুমার সানু নামে পরিচিত , একজন ভারতীয় প্লেব্যাক গায়ক যিনি প্রাথমিকভাবে হিন্দি চলচ্চিত্রের গানে গান করেন। হিন্দি ছাড়াও তিনি বাংলা , মারাঠি , নেপালি , অসমীয়া , ভোজপুরি , গুজরাটি , মণিপুরি , তেলেগু , মালয়ালম , কন্নড় , তামিল , পাঞ্জাবি , ওড়িয়া , ছত্তিশগড়ী , উর্দু , পালি , ইংরেজি সহ অন্যান্য ভাষায়ও গান গেয়েছেন । মাতৃভাষা বাংলা , পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উভয়ই । তিনি ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সেরা পুরুষ প্লেব্যাক গায়কের জন্য টানা পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার জেতার রেকর্ড গড়েন। এক দিনে সর্বাধিক সংখ্যক গান রেকর্ড করার জন্য ১৯৯৩ সাল থেকে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী। কুমার শানু শনিবার সকালে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে আসেন পুজো দেওয়ার জন্য । ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা অর্চনা শেষ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান আগামী দিনে ত্রিপুরেশ্বরী মাকে নিয়ে একটি নতুন গান তৈরি করা হবে । তিনি বলেন ২২ হাজার গান তিনি এখনো পর্যন্ত গেয়েছেন । কিন্তু বর্তমান সময়ে গানের জগতে এসেছে বহু পরিবর্তন । তাই ৯০ এর দশকে গানগুলি কিছুটা হলেও পেছনের দিকে চলে গিয়েছে। এই আগামী দিনে আরও নতুন নতুন গান তৈরি করা হবে । এদিন কুমার শানুর সাথে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী , ও বিধায়ক অভিষেক দেবরায় । শনিবার সকালে কুমার শানু মাতারবাড়ি মন্দির সফরকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল সারা জাগানো ।