Home » নিজ এলাকা পরিদর্শনে বের হলেন অর্থমন্ত্রী

নিজ এলাকা পরিদর্শনে বের হলেন অর্থমন্ত্রী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

শুক্রবার বিকেল থেকে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা উদয়পুরে জনজীবন । এরফলে পৌর এলাকা থেকে শুরু করে গ্রামীন এলাকা গুলিতে জল জমাট বেঁধে যায় । ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে । একটা সময় উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইন সংলগ্ন জাতীয় সড়কে জল জমে যাওয়ার কারণে আগরতলা থেকে উদয়পুরগামী কোন যানবাহন সন্ধ্যা নাগাদ চলতে পারেনি এর ফলে সমস্যায় পড়তে হয় যানবাহন চালকদের । জাতীয় সড়কের দু’ধারে সৃষ্টি হয় ব্যাপক যানজট । পরবর্তী সময়ে স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য আধিকারিকরা রাতেই জল যন্ত্রণা থেকে রেহাই দিতে রাস্তার ধারে মাটি কেটে ড্রেন তৈরি করে জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলে । এই ধরনের সমস্যার কথা জানতে পেরে শনিবার সকাল ১১ টা নাগাদ অর্থমন্ত্রী নিজ এলাকায় পরিদর্শনে বের হন । তার সাথে ছিলেন মহকুমা প্রশাসন , সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা । এদিন মন্ত্রী পরিদর্শন শেষে জল জমাট রোধে জরুরী ভিত্তিতে অবিলম্বে ড্রেন সংস্কারসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন ।

You may also like

Leave a Comment