
প্রতিনিধি মোহনপুর:-আস্থা, ভক্তি এবং বিদ্বেষহীনতা মানুষকে নিতান্ত সরল বানিয়ে তুলে। যেই সরলতা ধর্মের কূটনৈতিকতার গণ্ডি পেরিয়ে এক শান্তি এবং সম্প্রীতির বার্তা এনে দেয়। শুক্রবার মোহনপুর বাজারের অত্যন্ত জাগ্রত কালী মন্দিরের প্রণামী বাক্সে এক ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি অর্থ দান করার ঘটনা এই সত্য গুলিকে আবারো জীবন্ত করে দিল। এই দাতার নাম ওসমান মিয়া। উনার বাড়ি মোহনপুর বিধানসভার গোপালনগর এলাকায়।
যেখান থেকে আস্থা শুরু হয় সেখানে গিয়ে গোঁড়ামির সমাপ্তী ঘটে। ধর্মকে পাথেয় করে যেখানে বিদ্বেষ হিংসা রটানোর প্রতিযোগিতা এই সমাজে বিদ্যমান সেখানে দাঁড়িয়ে উসমান মিয়ারাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ধর্ম সৌন্দর্য কতটা গারো। শুক্রবার দুপুরে আরো পাঁচ দিনের মতোই মোহনপুর বাজারে ব্যক্তিগত কাজে এসেছিলেন ওসমান মিয়া। পেশায় একজন শ্রমিক। খুব একটা সচ্ছল পরিবার নয় তার। এদিন ব্যক্তিগত কাজে তাগিদে মোহনপুর বাজারে কালী মন্দির সংলগ্ন এলাকায় এসেছিলেন তিনি। হঠাৎ স্থানীয়রা দেখতে পান ওসমান মিয়ার হাতে থাকা ব্যাগ মাটিতে রেখে মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়েন তিনি। স্বাভাবিকভাবেই কৌতুহলী পথচারীরা মোবাইল ক্যামেরা বার করতে বিন্দুমাত্র বিলম্ব করেনি। দেখা গেল পকেট থেকে কিছু অর্থ বের করে মন্দিরের প্রণামী বাক্সে দান করছেন ওসমান মিয়া। ওসমানের এই উদারতা এবং ধর্মের গোঁড়ামি ঊর্ধ্বে উঠে তার সুন্দর মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় সাধারণ মানুষ। ওসমানের এই ভূমিকায় আশা করাই যায় ধর্মের কচকচানি ভুলে একমাত্র ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা আগামীতে সম্ভব।