
প্রতিনিধি, উদয়পুর :-
তথ্য ও সংস্কৃতি দপ্তর ও উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে বরাকের ভাষা শহীদদের স্মরণে শুক্রবার দুপুর ১২ টায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে । প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন , ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ, বিশিষ্ট শিক্ষক মনোজিৎ ধর , জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা মনোজ দেববর্মা সহ প্রমুখ । এদিন ভাষা আন্দোলনের শহীদ হওয়া সকল শহীদদের প্রতি পুস্পর্গ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে সকল অতিথিরা । পরে শহীদ স্মরণে অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বক্তারা বলেন , আজ ১৯ মে। ১৯৬১ সালের এইদিনে ভারতের আসাম রাজ্যের শিলচরের এগারো জন বাঙালি মায়ের ভাষা রক্ষার জন্য তথা বাংলায় কথা বলার জন্মগত অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। ১৯৫২ সালে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলায় মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য যে ভাষা আন্দোলন হয়েছিল এবং প্রাণ উৎসর্গ করেছিলেন সালাম, রফিক, সফিক, বরকত ও জব্বার। সেই ভাষা আন্দোলনের নয় বছর পরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এমন আরো একটি আন্দোলন হয়েছিল এবং সে আন্দোলেনে একজন নারীসহ এগারোজন বাঙালি বুকের রক্ত দিয়ে প্রাণ উৎসর্গ করেছিলেন আসামের বরাক উপত্যকার শিলচরে, সে কথা আমাদের অনেকের এখনো হয়তো অজানা রয়ে গেছে। পৃথিবীতে একই ভাষার জন্য দুটি আলাদা রাষ্ট্রে এবং আলাদা সময়ে প্রাণ দেয়ার অনন্য ইতিহাস এটি। এদিনের ভাষা দিবসে সাংস্কৃতিক জগতের সাধারণ মানুষ থেকে শুরু করে সাংস্কৃতিক শিল্পীদের উপস্থিতি ছিল উদয়পুর তথ্য ও সংস্কৃতি দপ্তরে ব্যাপক সাড়া ।