Home » খোয়াই বার কাউন্সিল নির্বাচনে শাসক দলীয় প্যানেলের জয়জয়কার

খোয়াই বার কাউন্সিল নির্বাচনে শাসক দলীয় প্যানেলের জয়জয়কার

by admin

খোয়াই বার কাউন্সিল নির্বাচনে শাসক দলীয় প্যানেলের জয়জয়কার। শুক্রবার খোয়াই জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো খোয়াই বার কাউন্সিলের নির্বাচন। এবারের বার কাউন্সিল নির্বাচনে নয়টি পদের জন্য মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। দুপুর দুইটা থেকে শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। চলে বিকেল চারটা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন এিশজন । এদের মধ্যে সাঁতাশ জন নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। বাকি তিনজন ছিলেন অনুপস্থিত।সন্ধ্যা ছয়টায় হয় ভোট গণনা। ফলাফলে দেখা যায় নয়টি পদের মধ্যে ৮টি পদে জয়লাভ করে শাসকদল বিজেপি প্যানেলের সদস্যরা। একটি পদ চলে যায় বিরোধী শিবিরে। এবার যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনারা হলেন আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য, আইনজীবী অভিজিৎ দেব সরকার, অজিত সরকার, সুব্রত প্রসাদ দত্ত, শর্মিষ্ঠা দেবনাথ, ঝুমুর কর্মকার, বিকাশ দেব এবং ননীগোপাল দেবনাথ। অপর এক প্রার্থীর নাম অবশ্য জানা যায়নি। নির্বাচনী প্রক্রিয়া অবাদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী চন্দন দাস। এদিন নির্বাচনী প্রক্রিয়া তদারকি করতে শাসক দল বিজেপির প্রভারী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী দিলীপ দেবনাথ। নির্বাচনী ফলাফল ঘোষণার পর তিনি খোয়াই বার কাউন্সিলের সকল সদস্যদের অভিনন্দন জ্ঞাপন করেন এবং আগামী এক বছরের জন্য আইনজীবীদের স্বার্থে নতুন কমিটি কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আগামীকাল নবনির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠকের পর সম্পাদক, সহ-সম্পাদক, সভাপতি, সহ-সভাপতি, কোষাধাক্ষ এবং অডিটর হিসেবে নাম ঘোষনা করা হবে। আগামী এক বছরের জন্য নতুন কমিটি তাদের দায়িত্ব পালন করবেন।

You may also like

Leave a Comment