Home » বর্ষাকালীন দুর্ভোগ নিরসনে ময়দানে বিশালগড়ের বিধায়ক

বর্ষাকালীন দুর্ভোগ নিরসনে ময়দানে বিশালগড়ের বিধায়ক

by admin

তিনিধি, বিশালগড়, ১৯ মে।। বর্ষায় জল জমে জনদুর্ভোগ সৃষ্টি করে বিশালগড়ের বিভিন্ন এলাকায়। এরমধ্যে বিশালগড় নারীমঙ্গল থেকে অফিসটিলা পর্যন্ত জাতীয় সড়কের ওপর জল জমে যায়। পাশের বাড়িঘরে জল জমার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়। জল যন্ত্রণা ভোগ করতে হয় সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের। জল নিষ্কাশনী ব্যবস্থা করে সাধারণ মানুষকে জল যন্ত্রণা থেকে রেহাই দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। শুক্রবার বিধায়ক সুশান্ত দেব পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে নারীমঙ্গল থেকে অফিসটিলা পর্যন্ত নিষ্কাশনের ব্যবস্থা খতিয়ে দেখেছেন। বর্ষায় জলস্তর বাড়বে এটা স্বাভাবিক। কিন্তু দ্রুত জল নিষ্কাশনের জন্য প্রয়োজন পদক্ষেপ নিতে দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন বিধায়ক সুশান্ত দেব। পুরনো ড্রেইন সংস্কার এবং প্রয়োজনে নতুন ড্রেইন নির্মানের কথা বলেন তিনি। এই এলাকায় অবৈজ্ঞানিক ভাবে বাড়ি ঘর দোকান নির্মাণের কারণে জাতীয় সড়কের ওপর জল জমে যায়। এই সমস্যা সমাধানের জন্য একটি মাস্টার প্ল্যান করে সেখানকার নাগরিকদের এবং পথচারীদের বর্ষাকালীন দুর্ভোগ থেকে মুক্তি দেয়া হবে বলে জানান বিধায়ক সুশান্ত দেব। ইতিমধ্যে বর্ষায় জল যন্ত্রণা নাগরিকদের থেকে রেহাই দিতে বিজয় নদের নাব্যতা বৃদ্ধি, বাঁধ নির্মাণ সহ নানা পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। বিধায়ক সুশান্ত দেবের সদিচ্ছায় আগাম ব্যবস্থা গ্রহনের ফলে এ বছর জল যন্ত্রণা থেকে রেহাই পাবে বলে মনে করছে বিশালগড়ের জনতা।

You may also like

Leave a Comment