প্রতিনিধি, উদয়পুর : –
রবিবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পতে রেহাই পেলো একটি বসতবাড়ি ।
জানা যায় , রবিবার সকালে উদয়পুর পৌর এলাকার অমর সাগর পশ্চিম পাড়ে বাসিন্দা উত্তম সাহার বাড়িতে শিব চতুর্দশী উপলক্ষে ঠাকুরের ভোগ লাগানোর জন্য গ্যাসের চুল্লি ধরিয়ে ভোগের রান্নার কাজ চলছিলো । কিন্তু হঠাৎ করে রান্নার কিছু মুহূর্তের পর গ্যাস সিলিন্ডারে আগুনে ধরে যায় । সে আগুনের হাত থেকে বাঁচার জন্য বাড়ির মালিক উত্তম সাহা গ্যাস সিলিন্ডার টিকে ঘরের বাইরে নিয়ে আসে। কিন্তু সেই মুহূর্তে আগুনের লেলিহান স্বীকার বেশি থাকার কারণে প্রতিমুহূর্তে আগুন উপরের দিকে ব্যাপক আকার ধারণ করতে থাকে। ক্ষতিগ্রস্ত হয় বারান্দায় থাকা বিভিন্ন টাইলস । অগ্নিকাণ্ডের বিষয় আশেপাশের বাড়ি ঘরে নাগরিকরা দেখতে পেয়ে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে । অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল দপ্তরের কর্মীরা । ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক কর্মীরা দীর্ঘ চেষ্টার পর গ্যাস সিলিন্ডারে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । মুহূর্তের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে । গোটা ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে এক দমকল কর্মী জানান , এই আগুনের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছে বাড়ির সদস্য থেকে শুরু করে গোটা বসত বাড়িটি। বর্তমানে গ্যাস সিলিন্ডার আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান দমকল কর্মীরা ।