প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর : রাজ্যজুড়ে নেশা কারবারীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে পুলিশ প্রশাসন। তবুও থেমে নেই নেশা কারবারীদের দৌরাত্ম। নেশার কবলে পড়ে একশ্রেণির যুবসমাজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে । নেশার বিষাক্ত ছোবলে প্রতিদিন কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আজ গোপন সূত্রের ভিত্তিতে পূর্ব থানার ওসি রানা দত্ত দলবল নিয়ে হানা দেয় প্রতাপগড় গাঙ্গাইল রোডে। সেখানে সন্দেহজনক অবস্থায় থাকা তিনজনকে আটক করতে চাইলে ওরা পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের হাত থেকে রেহাই পায়নি ওরা । তাদের আটক করে তাদের কাছ থেকে প্রায় এক লক্ষ খালি কৌটা, তিনটি সাবানের বাক্সে ৫০ গ্রাম ব্রাউন সুগার এবং ৩০০ টি ছোট কৌটায় রাখা আরো ৬১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ব্যবহৃত টি আর ০১ ৫৯৭৫ নম্বরের একটি টি ভি এস স্পোর্টস বাইক উদ্ধার করা হয় ।ধৃত তিন নেশা কারবারীর নাম সুজিত দাস বাড়ি টাউন প্রতাপগড়, রোহিত মিয়া বাড়ি মাস্টার পাড়া এবং শুভজিৎ দে বাড়ি বড়দোয়ালী । সদরের এস ডি পি ও অজয় কুমার দাস জানিয়েছেন উদ্ধারকৃত ব্রাউন সুগারের মূল্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা।ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস মামলা নথিভুক্ত করে আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে। জিজ্ঞাসাবাদ করে বের করা হবে কারা তাদের এই নেশা সামগ্রী সাপ্লাই করে । পূর্ব থানার ওসির এই সাফল্যে খুবই উৎফুল্ল এসডিপিও অজয় কুমার দাস।
112