Home » মহকুমা প্রশাসনের অভিযানে শব্দবাজি উদ্ধার।

মহকুমা প্রশাসনের অভিযানে শব্দবাজি উদ্ধার।

by admin

প্রতিনিধি। তেলিয়ামুড়া। ১৯ সেপ্টেম্বরে।তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ অভিযানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া শহর এবং শহরতলীতে আজ বিশেষ বার্তা তৈরি হয়। বিশেষ করে নিয়মিত চেকআপের অংশ হিসেবে আজকের এই অভিযানে অতিরিক্ত মহকুমা শাসক রূপানজন দাসের নেতৃত্বে অভিযানকারী দলের সদস্যরা তেলিয়ামুড়া বাজারের জনৈক ব্যবসায়ী প্রবীর সাহার শান্তিনগর স্থিত বাড়িতে অভিযান সংঘটিত করে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় দেড় লক্ষাধিক টাকার শব্দ বাজি উদ্ধার করেছে। এর পাশাপাশি তেলিয়ামুড়া শহরের বেশ কিছু দোকানে অভিযান সংঘটিত হয়। এই অভিযানে অতিরিক্ত মহকুমা শাসক ছাড়া ডিসিএম হরিপদ সরকার, ডি সি এম অঞ্জন কুমার দাস, ডেপুটি সি ও প্রদীপ কুমার সরকার, ফুড ইন্সপেক্টর তনুশ্রী নন্দী, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে সামিল ছিলেন।
সংশ্লিষ্ট অভিযান সম্পর্কে অতিরিক্ত মহকুমা শাসক রূপাঞ্জন দাস জানিয়েছেন প্রবীর সাহার বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা শব্দবাজি গুলো বাজেয়াপ্ত করে উনাকে আইন অনুযায়ী নোটিশ প্রদান করা হয়েছে। পাশাপাশি শ্রী দাস দাবি করেছেন এইভাবে একটা বাড়ির ভেতরে এত পরিমানে শব্দবাজি মজুত করে রাখা দণ্ডনীয় অপরাধ, এই বিষয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গৃহীত হতে চলেছে এমনটা সরাসরি দাবি করেছেন তেলিয়ামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক রুপানজন দাস।পাশাপাশি মহকুমা প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে আগামী দিনেও একই রকম ভাবে মহকুমা প্রশাসনের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বাজারগুলোর মধ্যে এই রকমের অভিযান সংগঠিত হবে।

You may also like

Leave a Comment