শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরা: TRESP-TPD 2025-26-এর অন্তর্গত জেলা স্তরের ইন-সার্ভিস টিচার প্রফেশনাল ডেভেলপমেন্ট (TPD) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছিল সোমবার, শান্তিরবাজার বিআরসি হলে। দক্ষিণ ত্রিপুরা জেলার শিক্ষা আধিকারিক (DEO)-এর তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি জাতীয় শিক্ষানীতি (NEP) 2020-এর লক্ষ্য অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে সহায়ক হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন শ্রী সুদিপ দাস (BRC coordinator) উদ্বোধনী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি স্বপনা মজুমদার, মাননীয়া চেয়ারপার্সন, শান্তিরবাজার পৌর পরিষদ।সম্মানীয় প্রধান অতিথি ছিলেন শ্রী দিলীপ কুমার দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক (দক্ষিণ ত্রিপুরা) সহ প্রমুখ ।
কর্মসূচির মূল উদ্দেশ্য এই প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য ছিল— মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের আধুনিক শিক্ষণ কৌশল ও উদ্ভাবনী শ্রেণিকক্ষ কার্যপদ্ধতিতে দক্ষ করে তোলা। শিক্ষাদানের ধারা জাতীয় শিক্ষানীতি ২০২০-এর দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা।দক্ষিণ ত্রিপুরাজুড়ে শিক্ষার মানোন্নয়ন ও সমতা নিশ্চিত করা।কর্মসূচির বিন্যাস মোট ৩২টি ব্যাচে ১,৩৩৪ জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রশিক্ষণ দুই ধাপে আয়োজিত হয়েছিল—১৮–২৩ আগস্ট : ১৬ ব্যাচ ২৫–২৯ আগস্ট : ১৬ ব্যাচ এই প্রশিক্ষণ জেলার ৮টি ব্লক রিসোর্স সেন্টারে (BRC) অনুষ্ঠিত হয়েছিল। প্রশিক্ষণ পরিচালনা করেছিলেন ২৪ জন মাস্টার ট্রেইনার, যাঁরা এসসিইআরটি ত্রিপুরা ও ট্রান্সফর্ম ট্রাস্টের যৌথ উদ্যোগে বিশেষভাবে প্রশিক্ষিত হয়েছিলেন। প্রশিক্ষণের মান পর্যবেক্ষণ করছেন শ্রী ইকবাল হোসেন (ইমপ্লিমেন্টেশন কো-অর্ডিনেটর, ট্রান্সফর্ম ট্রাস্ট), দক্ষিণ ত্রিপুরা ডিইও ও পেডাগজি কো-অর্ডিনেটরের সহযোগিতায়। এনইপি ২০২০-এর লক্ষ্যে অগ্রযাত্রা এই প্রশিক্ষণ কর্মসূচি দক্ষিণ ত্রিপুরায় শিক্ষক-শিক্ষিকাদের ক্ষমতায়ন ও শিক্ষার্থীদের মানোন্নয়নের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি ২০২০-এর মূল লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সমালোচনামূলক চিন্তাশক্তি, সমস্যা সমাধান এবং সমগ্রতাবাদী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে প্রতিফলিত হয়েছিল।
শান্তিরবাজারে সেকেন্ডারি শিক্ষক-শিক্ষিকাদের ইন-সার্ভিস শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
86
previous post