প্রতিনিধি, গন্ডাছড়া :- গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মঙ্গলবার “জেন্ডার সেন্সিটাইজেশন ও বয়সন্ধিকালীন সচেতনতা” বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন বিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে বিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহাকুমা হাসপাতালের এডোলোসেন্স কাউন্সিলর সবিতা ত্রিপুরা।
সেমিনারে প্রধান বক্তা সবিতা ত্রিপুরা শিক্ষার্থীদের বয়সন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বয়সন্ধি পর্যায়ে সঠিক জীবনযাপন ও সুস্থ মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, তিনি নেশার কুঅভ্যাস ও তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। বর্তমান সমাজে কিশোর-কিশোরীদের মধ্যে ধূমপান, মাদকাসক্তি ও অন্যান্য ক্ষতিকর অভ্যাস বৃদ্ধি পাওয়ায়, এ বিষয়ে আগেভাগেই সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও, অল্প বয়সে বিয়ের কুফল সম্পর্কেও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। তিনি ছাত্রীদের জানান, অল্প বয়সে বিয়ে করলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে, পাশাপাশি শিক্ষার সুযোগ কমে যায় এবং আত্মনির্ভরশীল হওয়ার পথ সংকুচিত হয়ে যায়। তাই এ ধরনের সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
বিদ্যালয়ের এন এস এস ইউনিট সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বিভিন্ন সেমিনার, কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যসূচির বাইরেও সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে। এন এস এস ইউনিটের কার্যক্রম শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশেই নয়, বরং তাদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতেও সহায়ক হচ্ছে।
এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমাদের ইউনিট নারী ক্ষমতায়ণের লক্ষ্যে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ তৈরি করতে পারলেই আমরা ভবিষ্যতে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবো।”
এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে না, বরং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। বিদ্যালয়ের এন এস এস ইউনিটের এই উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে “জেন্ডার সেন্সিটাইজেশন ও বয়সন্ধিকালীন সচেতনতা” বিষয়ক সেমিনার
140