প্রতিনিধি শান্তিরবাজার : আজ এক আনন্দঘন অনুষ্ঠানে মধ্যেদিয়ে শান্তির বাজার মহকুমা অন্তর্গত উত্তর তাকমা হাই স্কুল মাঠে শুরু হলো ত্রিপুর ক্ষত্রিয় সমাজের ২৬ তম বাৎসরিক
দক্ষিন হাঙংকর কের পূজা। এই কের পূজা উপলক্ষে ১৬ টি পাড়া থেকে বিভিন্ন লোকজন উপস্থিত হন। আজকের এই অনুষ্ঠানের প্রথমে সমাজের জন্য কাজ করে যারা বলিদান দিয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তার পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে ত্রিপুর ক্ষত্রিয় সমাজের
২৬ তম বাৎসরিক
দক্ষিন হাঙংকর কের পূজা শুভ সূচনা করেন ত্রিপুর ক্ষত্রিয় সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি যোগেন্দ্র দেববর্মা, উদ্বোধক এর পাশাপাশি উপস্থিত ছিলেন এই সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি মনোজ দেববর্মা, সেন্ট্রাল কমিটির অর্গানাইজিং সেক্রেটারি ইন্দ্রহরি জমাতিয়া, ত্রিপুর ক্ষত্রিয় সমাজের দক্ষিণ হাঙংকর সভাপতি নিকাশ দেববর্মা, দক্ষিণ হাঙংকর সম্পাদক বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। । ত্রিপুর ক্ষত্রিয় সমাজের
২৬ তম বাৎসরিক
দক্ষিন হাঙংকর কের পূজা অতিথির আলোচনা করতে গিয়ে এই ত্রিপুর ক্ষত্রিয় সমাজের
দক্ষিন হাঙংকের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন। সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের প্রতি এই দক্ষিণ হাঙংকর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এবারকার বন্যায় দুর্গতদের পাশে ও বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে গেছেন দক্ষিণ জেলার এই
হাঙংকর। তাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদেরও বিশেষভাবে উৎসাহক সংবর্ধনা প্রদান করা হয় ত্রিপুর ক্ষত্রিয় সমাজের
দক্ষিন হাঙংকের তরফ থেকে। আজকের এই ২৬ তম কের পুজোতে উপস্থিত সমস্ত অতিথি বিভিন্ন প্রার্থীকে উপস্থিত দর্শনার্থীদের আনন্দ দিতে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজকের এই ২৬ তম বাৎসরিক পুজোকে কেন্দ্র করে উপস্থিত লোকজনদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল ।
ত্রিপুর ক্ষত্রিয় সমাজের ২৬ তম বাৎসরিক দক্ষিন হাঙংকর কের পূজা শুরু হলো আজ।
39