Home » প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশান এর গোমতী জেলা কমিটির ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশান এর গোমতী জেলা কমিটির ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়।

by admin

উদয়পুর প্রতিনিধি : অমরপুর বিবেকানন্দ ক্লাবের সভাগৃহে অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশান এর গোমতী জেলা কমিটির ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক সহ গোমতী জেলার সদস্য/সদস্যারা উপস্থিত ছিলেন। সম্মেলনে সাংগঠনিক আলোচনা করা হয় এবং পুরানো কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। আগামী দুবছরের জন্য সতের জনের নতুন কমিটিতে সর্বসম্মতভাবে সভাপতি হিসেবে সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক হিসেবে ভঞ্জন বিশ্বাস এবং কোসাধ্যাক্ষ হিসেবে অজয় চক্রবর্তী নিযুক্ত হয়েছেন। সম্মেলন কে কেন্দ্র করে ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস সদস্য এবং সদস্যাদের উপস্থিতি ছিল সারা জাগানো

You may also like

Leave a Comment