Home » ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রণামী বাক্স খোলা হয়েছে

ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রণামী বাক্স খোলা হয়েছে

by admin

উদয়পুর প্রতিনিধি :  ৫১ শক্তি পীঠের অন্যতম ত্রিপুরা সুন্দরী মন্দির ১৫০১ খ্রিস্টাব্দে মহারাজা ধন্য মানিক্য কর্তৃক নির্মিত হয় । ধর্মীয় পীঠস্থান এর পাশাপাশি এই মন্দিরের ঐতিহ্য ও স্বকীয়তা ভারতবর্ষের প্রাচীনতম মন্দির গুলির মধ্যে অন্যতম । এই মন্দিরের ব্যতিক্রমী আকর্ষণীয়তার কারণে ভারতের নানা প্রান্তের লক্ষ লক্ষ ভক্ত আজও এই মন্দিরে মায়ের কাছে উপাসনা করতে আসেন । ত্রিপুরা সুন্দরী মাকে প্রণাম করে ভক্তরা মায়ের প্রণামী বাক্সে নিজেদের সাধ্য মতো প্রনামী দিয়ে থাকেন । কয়েক মাস পর পর মায়ের প্রনামী বাক্স খোলা হয় এবং তার হিসাব নিকাশ করা হয় প্রশাসনের উপস্থিতিতে । বৃহস্পতিবার একমাস কুড়ি দিন পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার বলয়ের মধ্য দিয়ে ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রণামী বাক্স খোলা হয়েছে। এদিন দুপুরে গোমতী জেলাশাসক অফিসের ডেপুটি কালেক্টর ঘোষের উপস্থিতিতে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মায়ের প্রণামী বাক্সের সমস্ত টাকা-পয়সার হিসাব নিকাশ করা হয়। তিনি জানান , আগের তুলনায় এখন যেহেতু পূণ্যার্থীদের ভিড় হচ্ছে মাতারবাড়িতে । তাই প্রণামী বাক্স গুলি পরিপূর্ণ হয়ে যাচ্ছে কিছুদিন পর পর । এর ফলে আজকে সম্পূর্ণ খোলা হয়েছে প্রণামি বাক্সটি। শ্রী ঘোষ জানিয়েছেন , সমস্ত টাকা পয়সার হিসাব করে ম্যানেজারের হাতে তুলে দেওয়া হবে আজ রাতের মধ্যেই। তার কারণ পাহাড় সমান পয়সা এবং টাকা তৈরি হয়েছে। এই প্রনামীর টাকাগুলি দিয়ে আগামীদিনে মন্দির এবং মায়ের পুজোর কাজে লাগানো হবে বলে তিনি জানান সংবাদ মাধ্যমকে।

You may also like

Leave a Comment