জিরানিয়া সরকারি খাদ্য গুদামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ও খাদ্য দপ্তর যৌথভাবে কৃষকদের সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল লাল নাথ বলেন এখন পর্যন্ত রাজ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি ২ লাখ ৭৬ হাজার কৃষক পেয়েছেন। ১৮ কিস্তিতে তারা ৭০ কোটি টাকা পেয়েছেন। কৃষকদের আয় বাড়াতে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার জন্য সহায়ক মূল্যে ধান ক্রয়, কৃষি ঋণ , কৃষি যন্ত্রপাতি প্রদান , কৃষি বাজার, ভর্তুকিতে সার বীজ প্রদান ইত্যাদি বিষয়ে রাজ্য সরকার ও কৃষকদের আত্মনির্ভর করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত ৩ লাখ ৭২ হাজার কৃষককে কৃষি ঋণ প্রদান করা হয়েছে। তাতে কৃষকরা পেয়েছেন ২ হাজার ২৫ কোটি টাকা। তিনি বলেন সরকার সব সময় কৃষক বান্ধব সরকার। প্রধানমন্ত্রীর চাইছেন কৃষক, মহিলা ,যুবক যুবতী ও গরী ব মানুষকে আত্মনির্ভর করে তোলার মধ্য দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলা। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে বলেন রাজ্য সরকার জনমুখী সরকার। রাজ্যকে দেশের অন্য রাজ্যের সঙ্গে তুলনা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কেন্দ্র সরকার সব রকম সহযোগিতা করছেন। আগামী দিনে ও খাদ্য দপ্তর ও কৃষক কৃষি কল্যাণ দপ্তর মিলিতভাবে রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ খাদ্য ও কৃষি দপ্তরের আধিকারিকরা। ধান ক্রয় ছাড়াও অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়
30