প্রতিনিধি, তেলিয়ামুড়া।১৮ই জুন। প্রবল বৃষ্টিতে আবারো স্তব্ধ হয়ে গেল জাতীয় সড়ক। অতি বৃষ্টির কারণে মুঙ্গিয়াকামি থানা এলাকার ৩৬ মাইলে জাতীয় সড়কের পার্শ্ববর্তী পাহাড়ের মাটি গাছ ভেঙ্গে পড়ে জাতীয় সড়কের উপর। দুপুর একটা থেকে রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় তেলিয়ামুড়া ও তার আশপাশ এলাকা গুলিতেও মুষলধারে বৃষ্টি হয়। দুপুর প্রায় দুইটা নাগাদ পাহাড়ের মাটি গাছ। থেমে যায় যানবাহন। খবর পৌঁছতেই তৎপর হয়ে উঠে প্রশাসন। খবর পৌঁছে দেওয়া হয় এনএসডিসিএলকে। তৎক্ষণাতই মাঠে নেমে পড়ে এনএসডিসি এল কর্তৃপক্ষ। শুরু হয়ে যায় জেসিবি দিয়ে মাটি সরানোর কাজ। বিকাল পাঁচটা নাগাদ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা রাস্তার উপরে পড়া মাটি গাছ কিছুটা সরিয়ে যানবাহনকে সচল করে দেয়। দসের দুই দিকেই প্রচুর গাড়ি আটকে পড়াতে যানজটের ও সৃষ্টি হয়। মুঙ্গিয়া কামি থানার পুলিশের তৎপরতায় যানজট মুক্ত হয়ে সন্ধ্যা ছয়টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। তবে পাহাড়ের ধসে পড়া মাটি সরানোর কাজ রাত্র আটটা নাগাদ অব্যাহত রয়েছে। এদিকে আকাশে মেঘের ঘনঘটা অব্যাহত রয়েছে। যদি আগামীকালকেও বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পুনরায় মাটি ধসে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এদিকে নজর রেখে প্রশাসন ও প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।
75
previous post
রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় খোয়াই শহর।
next post