ধর্মনগর প্রতিনিধি। রবিবার অর্থাৎ ১৯ মে এর সংক্ষিপ্ত আসরের মধ্যে দিয়ে দুই শিক্ষক অজন্ত রায় এবং দেবাশীষ দাস ধর্মনগর প্রেস ক্লাবের সদস্যদের হাত ধরে পড়াশোনার সামগ্রী পাশাপাশি খেলাধুলার সামগ্রী বিতরণ করল এই দুই শিক্ষক। শিক্ষাকে মহানত্ব দিয়ে এগিয়ে আসলো বর্তমানে কাঞ্চনপুর মহকুমার সাত তালা বিদ্যালয়ের শিক্ষক এবং ধর্মনগর মহাকুমাধীন চুড়াইবাড়ি বিদ্যালয়ের শিক্ষক। শুধুমাত্র তাই নয় ছাত্র-ছাত্রীদের সামান্যতম টিফিনের ব্যবস্থাও করল এই দুই শিক্ষক অজন্ত রায় এবং দেবাশীষ দাস। শিক্ষক একটি জাতির মেরুদন্ড। শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশা শুধু বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় এর ব্যক্তি ছড়িয়ে আছে শিকড়ের গভীরে সমাজের প্রতিটি কোনায়। তাই এই দুই শিক্ষক চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে সামার হ্যাপিনেস প্রোগ্রাম এর মাধ্যমে। কেমন করে ছাত্রছাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়া যায় সেই চিন্তায় চিন্তিত এই শিক্ষক সমাজ। এক এক করে রাজ্যের আটটি জেলাতে দুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা এবং খেলাধুলার সামগ্রী ফিরিয়ে দিয়ে নিজেদেরকে শিক্ষকতার প্রকৃত দৃষ্টান্ত গড়ে তুলতে চায় এই দুই শিক্ষক। শিক্ষকতায় না আছে গরিমা না আছে অহংকার না রয়েছে হিংসা। সর্বতোভাবে মানুষের সেবাই হচ্ছে এদের মূল মন্ত্র। যদিও বাস্তবে শিক্ষকতার পেশাকে অন্যভাবে নিয়েছে একটা শ্রেণী।
দুই শিক্ষক ৬ বছর যাবত চালিয়ে যাচ্ছে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলার সামগ্রী বিতরণ।
by admin
written by admin
135
previous post
রাজ্যে ফের সক্রিয় জাতীয় তদন্তকারী সংস্থা, গ্রেপ্তার এক
next post