প্রতিনিধি মোহনপুর:-লেফুঙ্গা থানার অন্তর্গত ভাটি ফটিকছড়া এলাকায় আগরতলা ক্ষয় জাতীয় সড়কে বাইকের ধাক্কায় নিহত পথচারী। নিহতের নাম অনুপম দাস। ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাইক চালক বিশাল দেব এবং বাইক হেফাজতে নিয়েছে পুলিশ।
১০৮ বি আগরতলা খোয়াই জাতীয় সড়কের ভাটি ফটিকছড়া এলাকায় শনিবার রাতে এক পথচারীকে ধাক্কা দেয় একটি বাইক। এই সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন পথচারী অনুপম দাস। স্থানীয়রা ছুটে এসে আহত পথচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে বাইক চালক বিশাল দেব এবং তাঁর টিআর ০৭ডি ৭৮৩৩ নাম্বারের পালসার বাইক আটক করেছে পুলিশ। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অনুপম দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় ওনার। তবে এই দুর্ঘটনার ক্ষেত্রে বাইক চালকের নাকি পথচারীর দোষ ছিল সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাটি ফটিকছড়ায় বাইকের ধাক্কায় নিহত পথচারী
175
previous post