Home » সাব্রুম কলেজে সম্পন্ন হল এনএসএস ইউনিটের বিশেষ শিবির।

সাব্রুম কলেজে সম্পন্ন হল এনএসএস ইউনিটের বিশেষ শিবির।

by admin

১২ -ই মার্চ সাব্রুম মাইকেল মধুসূদন দত্ত কলেজে শুরু হয়েছিল সপ্তাহব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির। সাফল্যের সাথে রক্তদান উৎসব, নেশার অন্ধকার থেকে উত্তরণের জন্য পোস্টার প্রর্দশনী ও আলোচনা সভা , পরিবেশ বান্ধব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্র ছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা ব্যাপক সাড়া জাগিয়ে সম্পন্ন হয়েছে, একই দিনে কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন করার কাজে হাত লাগায় কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবক সহ অধ্যক্ষ , শিক্ষক ও শিক্ষাকর্মীগন।১৬ই মার্চ সাব্রুম শহরে সাফাই অভিযান সংগঠিত করে স্হানীয় নাগরিকদের নজর কাড়ে। কলেজের জাতীয় সেবা প্রকল্পের ইউনিট মহকুমার পাঁচটি গ্রাম অধিগ্রহণ করে এবং গ্রামগুলোতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করে। বিশেষ শিবির উপলক্ষে দমদমা পঞ্চায়েতে স্বাস্হ্য শিবির অনুষ্ঠিত করে স্বাস্হ্য সচেতনতা বিষয়ক আলোচনা এবং সরাসরি চিকিৎসার সুযোগ গ্রামের নাগরিকদের প্রদান করেন চিকিৎসক ও স্বাস্হ্য কর্মীরা। বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয় চিকিৎসা গ্রহণকারীদের।আজ সকালে সাফাই কর্মসূচি শেষে বেলা সাড়ে এগারোটায় বিশেষ শিবিরের সমাপনী অনুষ্ঠান শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন সাব্রুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ , কলেজের অধ্যাপক ডঃ কমল আচার্য সভায় পৌরহিত্য করেন কলেজের অধ্যক্ষ ডঃ অনুপম গুহ। সপ্তাহব্যাপী বিশেষ শিবিরের অভিজ্ঞতা তুলে ধরে পোগ্রাম অফিসার অধ্যাপক অরূপ পাটারী বলেন, আগামী দিনগুলোতে সমাজের মাঝে এই শিবিরের সদর্থক দিকগুলো নিয়ে যাওয়ার মাধ্যমেই শিবিরের যথার্থ সফলতা আসবে। প্রধানশিক্ষক রঞ্জন দেবনাথ উপস্থিত ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। কলেজের এনএসএস ইউনিট আগামী দিনে সাব্রুম মহকুমা অঙ্গনে সকলের নজর কেড়ে নেবে বলে প্রত্যাশা রাখেন। অঙ্কন প্রতিযোগিতার প্রথম, দ্বীতিয়, তৃতীয় বিজয়ী যথাক্রমে সজল নাথ , রবিশঙ্কর হালদার, সুইটি দেবনাথের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ। কলেজের অধ্যক্ষ ডঃ অনুপম গুহ বলেন, শিবিরের সেবামূলক কর্মসূচি গুলো আগামী দিনে সাব্রুম মহকুমার বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে নেওয়ার জন্য ইউনিটকে সজাগ থাকার আহ্বান রাখেন এবং শিবিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা যেভাবে একটি ইউনিট হিসেবে কাজ করেছে সমাজের প্রতিটি ক্ষেত্রে যেন সেই ভাবনা নিয়ে আগামী দিনেও কাজ করেন। নিজের পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সেবা মূলক মানসিকতায় নিজেকে তুলে ধরার আহ্বান রাখেন। অনুষ্ঠানের শেষ লগ্নে বিশেষ শিবিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে জাতীয় সেবা প্রকল্পের অভিজ্ঞান পত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।

You may also like

Leave a Comment