
প্রতিনিধি,গন্ডাছড়া – মেগদূত টুরিস্ট লজ পুনঃনির্মাণ এবং গীতাঞ্জলি টুরিস্ট লজ এর ভাবমূর্তি পুনরায় উজ্জ্বল করার জন্য শনিবার অংশীদারদের পরামর্শ সভা হয়। এদিন আগরতলা গীতাঞ্জলি টুরিস্ট লজ কনফারেন্স হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কপোর্রেশন লিমিটেডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম পাল এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুনীল পোদ্দার, পি ডি এম সি এর টিম লিডার রাজীব দাস সহ মহকুমার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভা শেষে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম পাল জানান ত্রিপুরা সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণের আকারে আর্থিক সহায়তার মাধ্যমে রাজ্যে নগর ও পর্যটন উন্নয়নে কাজ করছে। তিনি বলেন বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে গীতাঞ্জলি টুরিস্ট লজটি টুরিস্টদের জন্য সেই রকম সুইটেবল নয় I তিনি বলেন গীতাঞ্জলি টুরিস্ট লজের ভাবমূর্তি পুনরায় উজ্জ্বল করা হবে। তিনি আরো বলেন মেঘদুত টুরিস্ট লজ টি ভেঙে নতুনভাবে সাজিয়ে তোলা হবে-যাতে করে বাইরের টুরিস্টদের আকর্ষণ করা যায়, এর জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে রাজ্য সরকার কিছুটা ফান্ডিং পাচ্ছে I এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সাতটি প্রজেক্ট এর উন্নতির জন্য ১৩০ কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানান I এর মধ্যে একটি মেঘদুত টুরিস্ট লজ এবং গীতাঞ্জলি টুরিস্ট লজ এটিকে সাজিয়ে তোলার আগে সমস্ত লাইন ডিপার্টমেন্টের অধিকারীদের নিয়ে এদিন মিটিং করা হয় তিনি আরো বলেন এই প্রজেক্ট করার উদ্দেশ্য হলো একদিকে যেমন বাইরের টুরিস্টরা ভালো পরিষেবা পাবে পাশাপাশি এলাকাবাসীরা আর্থিকভাবে অনেকটাই উপকৃত হবে।