প্রতিনিধি, তেলিয়ামুড়া
উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা এলাকায়। ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি দলের পক্ষে মনোনয়ন পেয়ে তেলিয়ামুড়া বাসিকে আশ্বস্ত করেছিলেন। বিধান সভা এলাকার সাধারণ মানুষের ভোটের মাধ্যমমে পবিত্র বিধান সভায় যেতে পাড়লে ২৮ তেলিয়ামুড়া বিধানসভার উন্নয়ন করাই থাকবে উনার একমাত্র লক্ষ। দীর্ঘ বছর বাম আমলের পিছিয়ে পরা তেলিয়ামুড়া শহর গ্রাম কে শিক্ষা স্বাস্থ্য, রাস্তা ঘাট ইত্যাদি বিভিন্ন দিককে প্রাধান্য দিয়ে কাজ করবেন। মানুষ বিধায়িকা কল্যানী সাহা রায় কে বিপুল ভোটে সেদিন জয়যুক্ত করেছিল। তিনিও কথা রাখেন স্বাস্থ্য, শিক্ষা যাতায়াত ইত্যাদি বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেছেন। সেই নিরিখেই পুনরায় ২০২৩ বিধান সভায় আবারও বিপুল ভোটে মানুষ উনাকে জয়যুক্ত করে। অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করা ছাড়াও নতুন নতুন প্রজেক্ট হাতে নিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায়। সেই সকল উন্নয়ন মুলক কাজের একটি হল তেলিয়ামুড়া নেতাজী নগর এলাকার,তেলিয়ামুড়া পৌরপরিষদের ৮ নম্বর ওয়ার্ডের দীর্ঘ বছরের জরাজীর্ণ একটি রাস্তা। উনি উদ্যোগ গ্রহন করে অতি দ্রুততার সহিত এলাকাবাসীর স্বার্থে রাস্তা নির্মানের ব্যবস্থা করেদেন।
দীর্ঘ বছরের দাবী পুরন হল এলাবাসির। তৈরী করে দেওয়া হয় প্রশস্ত রাস্তা । তেলিয়ামুড়া বিধান সভা অন্তর্গত নেতাজীনগর এলাকার একটি রাস্তা বাম আমল থেকেই অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। এলাকার বাসিন্দাদের যাতায়াতের সম্পুর্ন অনুপযুক্ত রাস্তাটির নির্মান করে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। কিন্তু তৎকালীন সময়ে কেও কর্নপাত করেনি। সরকার পরিবর্তন হওয়ার পর বিভিন্ন উন্নয়ন মুলক কাজের পাশাপাশি এই রাস্তাটি করে দেওয়ার কথা দিয়েছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায়। সেই মোতামেক কথাও রাখলেন তিনি। প্রায় এক কোটি ১০ লক্ষ টাকা ব্যায়ে রাস্তাটি নির্মান করা হয় বলে জানান বিধায়িকা কল্যানী সাহা রায়। তিনি আরও জানান এই রাস্তা ধরেই একটি বেসরকারি প্রাইমারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ও রয়েছে। রাস্তা ভাল না থাকার কারনে এলাকাবাসীর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের ও নিত্যদিন সমস্যায় পরতে হত। এখন রাস্তা হয়ে যাওয়ায় আর কোন সমস্যা হবেনা। বিধায়িকার আবেদনে সাড়া দিয়ে এই কাজটি করে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুর্তদপ্তরের ও ভারপ্রাপ্ত মন্ত্রী প্রফেসার ডঃ মানীক সাহা কেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তায় লাগলো পিচ
107
previous post