Home » রবিবার সকাল ১১ ঘটিকায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে মুখ্যমন্ত্রী প্রদত্ত জন আরোগ্য যোজনার বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশাল বাইক রেলি অনুষ্ঠিত হয় ‌‌।

রবিবার সকাল ১১ ঘটিকায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে মুখ্যমন্ত্রী প্রদত্ত জন আরোগ্য যোজনার বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশাল বাইক রেলি অনুষ্ঠিত হয় ‌‌।

by admin

রবিবার সকাল ১১ ঘটিকায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে মুখ্যমন্ত্রী প্রদত্ত জন আরোগ্য যোজনার বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশাল বাইক রেলি অনুষ্ঠিত হয় ‌‌। এদিন রেলিটি খোয়াই পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে রামচন্দ্রঘাট বিধানসভা পরিক্রমা সেড়ে পুনরায় খোয়াই পাবলিক লাইব্রেরির সামনে শেষ হয়। এদিনের এই বাইক র‍্যালিতে আনুমানিক প্রায় ৩ শতাধিক বাইক শামিল হয়। এদিন রেলি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টি আর কে এস খোয়াই জেলা কমিটির সভাপতি সুজিত ঘোষ জানান মুখ্যমন্ত্রীর প্রদত্ত জন আরোগ্য যোজনার বাস্তবায়নের ফলে এখন থেকে রাজ্যের সমস্ত অংশের মানুষ চিকিৎসা ব্যবস্থা সম্পর্কিত সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পাবেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় টিআর কে এস খোয়াই মহকুমা কমিটি। সরকারের সকল প্রকার জনকল্যাণমুখী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন প্রত্যন্ত এলাকাসহ সমস্ত অংশের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও টিআর কে এস এর সকল সদস্য কাজ করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। এদিনের এই বাইক রেলিতে উপস্থিত ছিলেন।
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই মহকুমা সম্পাদক অশোক দাস, জেলা সভাপতি সুজিত ঘোষ , সম্পাদক বাদল ভট্টাচার্য্য, ও সংগঠনের সদস্য বেনু দাস, রকসন দাস সহ অন্যান্য নেতৃত্ব দ্বয়

You may also like

Leave a Comment