প্রতিনিধি মোনপুর:-বামুটিয়া বিওপির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশের সময় আটক ৪ জন। সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক হওয়ার পর অভিযুক্তদের তুলে দেওয়া হয় বামুটিয়া ফাঁড়ির পুলিশের হাতে। অভিযুক্তদের বাড়ি বাংলাদেশে। যদিও তাঁরা নিজেদের ভারতীয় বলে দাবি করে।
বামুটিয়া এলাকা দিয়ে প্রতিদিন ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে যাতায়াত ব্যাপক আকার ধারণ করেছে। প্রতিদিন শত শত মানুষ বামুটিয়া অঞ্চল দিয়ে বাংলাদেশে যাতায়াত করছে। এক শ্রেণীর পাচারকারীরাই মানুষ আনা নেওয়ার সাথে সরাসরি যুক্ত রয়েছে। শনিবার বামুটিয়া বিওপির কর্তব্যরত জোওনরা অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ৪ জন অনুপ্রবেশকারীকে আটক করে। আটক হওয়া ব্যক্তিদের নাম অর্চনা মজুমদার,সাপুরি দাস, দুলাল চন্দ্র দাস ও সারমিন আক্তার। অভিযুক্তদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশে। যদিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বসবাস শুরু করেছে তাঁরা।
বামুটিয়া বিওপির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশের সময় আটক ৪ জন।
117