Home » আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আইজিপি সৌমিত্র ধর।

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আইজিপি সৌমিত্র ধর।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচন কে সামনে রেখে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে এবং চূড়ান্ত প্রস্তুতির জন্য তৈরি হতে আইজিপি সৌমিত্র ধর শুক্রবার উত্তর জেলা সদর ধর্মনগর এসে পৌঁছান। শনিবার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে বিভিন্ন মহকুমার এসডিপিও রাজ্য পুলিশ বিএসএফ টিএসআর সবাইকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। তাছাড়া তিনি বিভিন্ন থানা গুলি পরিদর্শন করবেন এবং নাকা পয়েন্টগুলি সঠিকভাবে কাজ করছে নাকি তাও পর্যবেক্ষণ করবেন। আগামী লোকসভা নির্বাচনে পুলিশ প্রশাসন বিভিন্ন ফোর্সকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এবং কেমন করে কঠোরভাবে চেকিং পদ্ধতি চালিয়ে যাবে তা নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন স্তরের আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। লোকসভা নির্বাচন যে একেবারে কড়া নাড়ছে তা আইজিপি সৌমিত্র ধরের উত্তর জেলা পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে ইঙ্গিত দিয়ে গেল।

You may also like

Leave a Comment