বিজেপি বিরোধী জোটে কোনও বিভেদ বা বিভাজন চাইছেন না কংগ্রেস হাইকমান্ড। তাই বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির সম্মেলনে কংগ্রেসের তরফে কাউকে বিরোধী জোটের চেয়ারপার্সন বা আহ্বায়ক পদে বসানোর দাবি তোলা হবে না। এই বিরোধী জোটের নাম যদি ইউপিএ-র বদলে অন্য কিছু রাখা হয়, তাতেও সনিয়া-রাহুল গান্ধীর আপত্তি নেই। কংগ্রেস সূত্রের বক্তব্য, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধী শিবিরের কাউকে খাড়া না করে ২০২৪-এর লোকসভা ভোটকে ‘মোদী বনাম আমজনতা’-র লড়াই হিসেবে তুলে ধরার চেষ্টা হবে।
আর আজ সন্ধ্যায় যে নৈশভোজ-বৈঠকের মাধ্যমে বেঙ্গালুরুর বিরোধীদের সম্মেলন শুরু হল, তাতে প্রাথমিক ভাবে ঠিক হল, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির মতো সাধারণ মানুষের সমস্যা, গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারকে সামনে রেখে লোকসভা ভোটে প্রচার হবে। মণিপুরেও পাঠানো হবে দল। এ দিন গোটা সম্মেলন কক্ষ যে বিরাট ব্যানারে মুড়ে দেওয়া হল, লেখা ‘ইউনাইটেড উই স্ট্যান্ড’! একতাই উত্থানের পথ। রেস কোর্স রোডের যে পাঁচতারা হোটেলে সম্মেলনের আয়োজন, তার বাইরের ব্যানারে বেঙ্গালুরু সম্মেলনে হাজির ২৬টি দলের শীর্ষ নেতানেত্রীদের ছবি। এবং লেখা, ‘ইউনাইটেড উই স্ট্যান্ড’। পরের কথাগুলো উহ্য থাকল—‘ডিভাইডেড উই ফল।’ বিভেদে পতন।
সেটাই যে আসল চিন্তা, তা টের পাওয়া গেল। আজ দুপুর থেকে বিরোধী দলের নেতানেত্রীদের বিমান একে একে বেঙ্গালুরুর মাটি ছোঁয়ার পরে সকলেই বার্তা দিলেন, তাঁরা এখন যাবতীয় মতভেদ পাশে সরিয়ে রেখে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়তে চাইছেন। তাঁদের বক্তব্য, বিজেপি বিরোধীদের জোট দেখে আতঙ্কিত, তাই এখন এনডিএ-র বৈঠক ডাকতে হচ্ছে।