101
প্রতিনিধি,গন্ডাছড়া :- পরিত্যক্ত জায়গা থেকে গাছের লক উদ্ধার করল গন্ডাছড়া বন দপ্তর। ঘটনা গন্ডাছড়া শেষ ডাঙ্গা এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে গন্ডাছড়া বনদপ্তরের কর্মীরা শেষ ডাঙ্গা এলাকা থেকে প্রায় ৩০০ ফুট সেগুন গাছের লক উদ্ধার করে। ধারনা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে বনদস্যুরা গাছের লক কেটে জঙ্গলে লুকিয়ে রেখেছিল। বন দপ্তরের এক আধিকারিক জানান উদ্ধার করা গাছের বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।