Home » কমিউনিটি ট্রান্সপ্লান্টিং মাধ্যমে আমন ধানের যারা রোপন করলেন বিধায়ক রামপদ জমাতিয়া

কমিউনিটি ট্রান্সপ্লান্টিং মাধ্যমে আমন ধানের যারা রোপন করলেন বিধায়ক রামপদ জমাতিয়া

by admin
  • প্রতিনিধি , উদয়পুর :- টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে দক্ষিণ বাগমা গ্রাম পঞ্চায়েতের কৃষক পরিমল দে-র আমন ধানের জমিতে সফলভাবে কমিউনিটি ট্রান্স প্লান্টিং কার্যক্রম সম্পন্ন হয় । পরিমল দে কুড়িকানি জমিতে গোমতী জাতের ধান রোপন করা হয়েছে ধান জালাল বয়স ছিল ১৫ দিনের। এদিন বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়ার হাত ধরে। এদিন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই চাষের জন্য কৃষককে ধানের মানসম্পন্ন বীজ, কেমিক্যাল ফার্টিলাইজার , অর্গানিক সার , প্ল্যান্ট প্রোটেকশন কেমিক্যালস এবং প্রতি হেক্টরে মোট ৫৬৫০ টাকার অনুদান প্রদান করা হবে । তারিফ মৌসুমের সূচনা লগ্নে কৃষকদের উৎসাহ দিতে এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রচলন ঘটাতে এই ধরনের ট্রান্সপ্লান্টিং কর্মসূচিকে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত, টেপানিয়া পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ , বাগমা এগ্রি সেক্টর অফিসার ইন্দ্রানী চক্রবর্তী এবং এই মহিলা পরিচালিত টেপানিয়া কৃষি মহকুমার সকল মহিলা কর্মচারীবৃন্দ। কৃষি দপ্তরের এই ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে নতুন উৎসাহ যোগাবে এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক রামপদ জমাতিয়া ।

You may also like

Leave a Comment