Home » ১৭ মিয়ার হাওড়কে পর্যটনে সাজিয়ে তোলতে উদ্যোগী রাজ্য সরকার

১৭ মিয়ার হাওড়কে পর্যটনে সাজিয়ে তোলতে উদ্যোগী রাজ্য সরকার

by admin

প্রতিনিধি কৈলাসহর:-১৭ মিয়ার হাওরকে ঢেলে সাজাতে এবং পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।এই বিস্তীর্ণ অঞ্চলকে কাজে লাগিয়ে পর্যটনের মধ্য দিয়ে নতুন কর্মসংস্থান তৈরি করে যুবক-যুবতীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।ঊনকোটি জেলাকে মৎস্য চাষে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে চন্ডীপুর বিধানসভার হাওর বাজারে বৃহদাকার জলাশয় নির্মাণের মাধ্যমে ইন্টিগ্রেটেড একুয়া পার্ক গঠনের কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এই বিশাল প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে,যা এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত করবে।শুধুমাত্র মৎস্য চাষই নয়,এই প্রকল্পের আওতায় আশেপাশের রাস্তাঘাটও সংস্কার করা হবে। যা স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি করবে।আগামী কিছুদিনের মধ্যেই এই প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানা যায়।আজ,সেই লক্ষ্যে আধিকারিকদের নিয়ে নির্ধারিত স্থানে গিয়ে জমি পরিদর্শন করেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।সরকারের এই উদ্যোগ শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, কর্মসংস্থান সৃষ্টির দিক থেকেও নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।জমি পরিদর্শনের পর এ নিয়ে আজ বিকেলে বীরচন্দ্রনগর গ্ৰাম পঞ্চায়েতে জমি মালিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ছিলেন চন্ডিপুরের বিধায়ক তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়,প্রানী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস,জেলা শাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা,মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন বিনয় সিংহ এবং বিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান বেবি রুদ্র পাল সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment