Home » বিনোদিনী চা বাগানের শতাধিক আগর গাছ কেটে দিল নিগম

বিনোদিনী চা বাগানের শতাধিক আগর গাছ কেটে দিল নিগম

by admin

প্রতিনিধি মোহনপুর:- বিনোদিনী চা বাগানের প্রায় শতাধিক আগর গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে। এই বিষয়ে বিদ্যুৎ নিগমের তরফে কোন ধরনের সঠিক উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ বাগান কর্তৃপক্ষের। বিদ্যুৎ পরিবাহী তারের নিচে এই গুলো থাকার অজুহাতে আগর গাছগুলো কেটে দেওয়ার অভিযোগ নিগমের বিরুদ্ধে। এই বিষয়ে মোকদ্দমা করা হবে বলে জানিয়েছেন বাগান কর্তৃপক্ষ।
বামুটিয়ার বিনোদিনী চা বাগান কর্তৃপক্ষ রাস্তার পাশে তাদের সীমানার ভেতর বন দপ্তরের সহযোগিতায় প্রায় পাঁচ বছর আগে বেশ কিছু আগর গাছ রোপন করেছিল। এই কাছ গুলো বর্তমানে অনেকটাই বড় হয়েছে। কিন্তু গেছে বুধবার নিগমের কর্মচারীরা বাগান কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে প্রায় ১০০ টি আগর গাছ মাঝ বরাবর কেটে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করলেন বিনোদিনী চা বাগানের ডাইরেক্টর বিশ্বনাথ বণিক। তিনি অভিযোগ করেন বিদ্যুৎ পরিবাহী তার থেকে অনেকটাই নিচে এবং উনাদের জমির ভেতর এই গাছগুলো ছিল। তারপরেও অনৈতিকভাবে কাটা হয়েছে গাছগুলো। তিনি আরো বলেন যদি বিদ্যুৎ পরিবাহী তারের কোন সমস্যা হতো তাহলে গাছগুলোর ডাল কাটা যেত। কিন্তু তা না করে গাছের মাঝ বরাবর কেটে দিয়েছে নিগমের কর্মীরা। এই বিষয়ে সোমবার বনদপ্তরের আধিকারিকরা এই স্থান পরিদর্শন করেছেন। পাশাপাশি বনদপ্তরের তরফে কথা বলা হয়েছে নিগমের সাথে। কিন্তু এই গাছ কাটার বিষয়ে নিগমের তরফেও কোন ধরনের সঠিক স্পষ্টিকরণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ বণিক। এই বিষয়ে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন বলে জানিয়েছেন।

You may also like

Leave a Comment