প্রতিনিধি ধর্মনগর,, ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলায় ঝটিকা সফরে আসলেন বিজেপির প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। যানা যায় এদিন সকালবেলা কাঞ্চনজঙ্ঘা ট্রেনে করে ধর্মনগরে আসেন তিনি। যেখানে ধর্মনগর রেল স্টেশনে উনাকে স্বাগত যানাতে ব্যাপক সংখ্যক যুব মোর্চার কার্যকর্তাদের উপস্থিতি পরিলক্ষিত হয়। সেখানে সুশান্ত দেবকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান যুব মোর্চার কার্যকর্তাগণ। এরপর একটি সুবিশাল বাইক র্যালি করে ধর্মনগর শহর পরিক্রমা করে জেলরোডস্থিত সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয় সুশান্ত দেবকে। উনার এই উত্তর জেলা সফর সম্পর্কে যানা যায় তিনি শিববাড়ীতে যে নব নির্মিত শিববাড়ী হনুমান মন্দির পরিদর্শন করবেন। এরপর যুবরাজনগর বিধানসভা ও কুর্তি কদমতলা বিধানসভার একাধিক এলাকায় যেসকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদের বাড়ী বাড়ী গিয়ে পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা বার্তা জানাবেন। এক সাক্ষাৎকারে সুশান্ত দেব বলেন যুব মোর্চা নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সকল যুবক ভাই বোনদের নেশার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে খেলাধুলা,শিল্পচর্চার দিকে অগ্রসর হবার আহ্বান জানান। তিনি আরও বলেন যুব মোর্চা শুধু রাজনৈতিক কাজ করেনা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডেও নিজেদের নিয়েজিত রাখে। প্রদেশ যুব মোর্চার উদ্যোগে গোটা রাজ্য জুরে এই কর্মসূচি চলছে,তারই অঙ্গ হিসাবে উত্তর জেলার কর্মসূচিকে খতিয়ে দেখতে ও তাতে অংশগ্রহণ করার জন্য তিনি এই জেলা সফরে আসেন। এরপর গালোয়ান চকস্থিত শিববাড়ী হনুমান মন্দির পরিদর্শন করেন। পরবর্তীতে যুবরাজনগর বিধানসভা ও কুর্তি কদমতলা বিধানসভা এলাকায় আয়োজিত কর্মসূচির উদ্দেশ্যে রওয়ানা দেন এবং সেই সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
53
previous post