প্রতিনিধি, বিশালগড়, ১৭ জানুয়ারি ।। এ বছর রাজ্যের শ্রেষ্ঠ থানা হিসাবে পুরস্কার পায় সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানা। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হাত থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ। শুক্রবার চড়িলাম মন্ডলের পক্ষ থেকে থানার ওসি সুবিমল দেবনাথকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। শুক্রবার চড়িলাম মণ্ডল সভাপতি তাপস দাস, সিপাহী জলা জেলা সহ-সভাপতি অমল দেবনাথ, মন্ডল কোষাধক্ষ্য সুমন দেবনাথ সহ চড়িলাম মন্ডলের এক প্রতিনিধি দল বিশ্রামগঞ্জ থানায় গিয়ে ওসি সুবিমল দেবনাথ কে উত্তরীয় এবং পুষ্পস্তবক সহ রাধাকৃষ্ণের এক ছবি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন। চড়িলাম মণ্ডল সভাপতি তাপস দাস বলেন আমাদের গর্বের বিষয় চড়িলাম মন্ডলের অধীন বিশ্রামগঞ্জ থানা রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কার পেয়েছে। অন্যদিকে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিল দেবনাথ বলেন আমাদের থানা জনগণকে সাথে নিয়ে এলাকায় অপরাধ দমনে কাজ করছে। তিনি ২০২২ সালে বিশ্রামগঞ্জ থানায় কর্মস্থলে যোগ দিয়েছিলেন। বর্তমানে অপরাধের মাত্রা কমেছে। সকলের সহযোগিতায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অপরাধ দমনে কাজ করবেন বলে জানান তিনি।
18
previous post