প্রতিনিধি, উদয়পুর :-
আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে গোমতী জেলার জেলাশাসক এক সাংবাদিক সম্মেলন আহ্বান করেন । রবিবার সকাল সাড়ে দশটায় জেলাশাসকের কনফারেন্স হলে এই সাংবাদিক সম্মেলনে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নমিত পাঠক , অতিরিক্ত জেলাশাসক সুমিত লোধ , সিনিয়র ডেপুটি কালেক্টর রিংকু রিয়াং এবং আশু রঞ্জন দেববর্মা !
জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা এবং পুলিশ সুপার নমিত পাঠক জানান, লোকসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ।
আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে । তাতে গোমতী জেলায় মোট ভোটারের সংখ্যা তিন লক্ষ ৪৪ হাজার ৯১২ জন , তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭৩ হাজার০২৬ জন , মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ৮৭৮ জন , তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটজন । জেলা শাসক জানান ,গোমতী জেলায় ৩২৪ টি লোকেশানে মোট পুলিং স্টেশন থাকবে ৩৯৯ টি !
শহর এলাকায় ৪২ টি এবং গ্রামীন এলাকায় ৩৫৭ টি পুলিং স্টেশন রয়েছে বলে গোমতী জেলাশাসক জানিয়েছেন ।