প্রতিনিধি,গন্ডাছড়া :- ত্রিপুরা নাথযোগী ফোরাম প্রথম ধলাই জেলা ভিত্তিক প্রতিনিধি সম্মেলন রবিবার কমলপুর হালহালি বিমল সিংহ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়। এদিন সকাল দশটায় প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন নাথযোগী ব্রাহ্মণ ক্ষিতীশ দেবনাথ। সম্মেলনে সভাপতিত্ব করেন ত্রিপুরা নাথযোগী ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথ। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাথযোগী ব্রাহ্মণ ধনঞ্জয় দেবনাথ, ত্রিপুরা নাথযোগী ফোরামের রাজ্য কমিটির সদস্য প্রবীর দেবনাথ,বিমল দেবনাথ প্রমুখরা। সম্মেলনে জেলার বিভিন্ন মহকুমা থেকে প্রায় ২০০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। সেখানে ত্রিপুরা নাথযোগী ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথ ১৯ দফা দাবি সনদ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন। সম্মেলন শেষে আগামী দুই বছরের জন্য ১১ জনকে নিয়ে নতুন ধলাই জেলা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসাবে যথাক্রমে কুমুদ নাথ ভৌমিক, মহেন্দ্র দেবনাথ এবং নিখিল দেবনাথ’কে সর্বসম্মতি ক্রমে মনোনীত করা হয়। এদিনের জেলা সম্মেলনকে ঘিরে নাথযোগী ভাই বোনদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
97
previous post