প্রতিনিধি, বিশালগড় , ১৭ ডিসেম্বর।। বিশালগড় বিধানসভার চন্দ্রনগর এবং বাইদ্যারদিঘী গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত বিকশিত ভারত সংকল্প যাত্রায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় । অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে ঘরে ফিরেন নাগরিকরা। রবিবার চন্দ্রনগর এসবি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী প্রমূখ। সেখানকার নরনারী বিকশিত ভারত সংকল্প যাত্রার রথ পুষ্পবৃষ্টি উলুধ্বনিতে বরণ করেন। স্থানীয় শিল্পীরা সংগীত নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর স্টল নিয়ে বসে সরকারি প্রকল্পের বিষয়ে নাগরিকদের সচেতনতার কাজ করেন। এছাড়া এদিন মহিলাদের উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সংযোগ, স্বনির্ভর গোষ্ঠীর হাতে ঋণের চেক, বিভিন্ন সার্টিফিকেট সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেয়া হয় বেনিফিসিয়ারীদের হাতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা বলেন মানুষের হাতের কাছে পৌঁছে গিয়েছে সরকার। কোন প্রকল্পের সুবিধা থেকে কেউ বাদ না যায় সে লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা চলছে। মানুষ সুবিধা গ্রহণ করছে। একসময় সরকারি প্রকল্পের সুবিধার জন্য মিটিং মিছিলে করতে হয়েছে। চাঁদা দিতে হয়েছে। কিন্তু উন্নয়ন নিয়ে দলবাজি, রাজনীতি, স্বজনপোষণ বন্ধ করেছে বিজেপি সরকার। মোদীজী ত্রিপুরার শহর গ্রামে প্রায় সাড়ে চার লাখ ঘর দিয়েছে। সাড়ে তিন লাখ উজ্জ্বলা যোজনার গ্যাস দিয়েছে। শৌচালয়, বিদ্যুৎ ইত্যাদি মৌলিক চাহিদা পূরণ করছে সরকার। এখনো যারা ঘর পায়নি তাদের আগামী বছরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেয়া হবে। যুবক মহিলা শ্রমিক কৃষক এই চার শ্রেণির মানুষের মঙ্গলের জন্য কাজ করছে সরকার। রাজ্যের চার লাখ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছে। মহিলাদের আত্মনির্ভরশীল করার কথা আগে কেউ ভাবেনি। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার কাজ কেউ করেনি। কিন্তু একমাত্র বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সমাজের সকল স্তরের মানুষের কল্যাণ হচ্ছে। এদিন চন্দ্রনগর এস এইচ জি ফেডারেশনের অফিসগৃহের দ্বারোদঘাটন করেন বিধায়ক সুশান্ত দেব। বিধায়ক সুশান্ত দেব বলেন বিকশিত ভারত সংকল্প যাত্রায় মানুষের উপস্থিতি এবং উচ্ছ্বাস জানান দিচ্ছে একমাত্র মোদীজীর গ্যারান্টিতে বিশ্বাস করে সবাই। বিগত কোন সরকারি এতো পরিমাণ সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে নিয়ে যায়নি।বিজেপি সরকার সবকা সাথ সাবকা বিকাশ নীতিতে সকল স্তরের মানুষের হাতের কাছে পৌঁছে দিচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা।
150