Home » ক্ষুদ্র শিল্পী কারিগরদের শুভেচ্ছা সম্মান জানিয়েছে বিধায়ক

ক্ষুদ্র শিল্পী কারিগরদের শুভেচ্ছা সম্মান জানিয়েছে বিধায়ক

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৭ সেপ্টেম্বর।। দেশের পিছিয়ে পরা ওবিসি সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে ১৮ টি ক্যাটাগরিতে ক্ষুদ্র শিল্পী এবং কারিগর উপকৃত হবে। স্বাধীনতা দিবসে পিএম বিশ্বকর্মা প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ঘোষণার এক মাসের মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে পিএম বিশ্বকর্মা যোজনা। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা জয়ন্তীতে এই যুগান্তর প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পে উপকৃত হবেন এমন ক্ষুদ্র শিল্পী এবং কারিগরদের শুভেচ্ছা সম্মান জানিয়েছে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। রবিবার বিকালে কার্যকর্তাদের সঙ্গে নিয়ে শিল্পী কারিগরদের শুভেচ্ছা সম্মান জানাতে বিভিন্ন দোকান এবং শিল্পীদের কর্মস্থলে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব। শিল্পী এবং কারিগরদের উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়েছে বিধায়ক। এছাড়া এই প্রকল্পের বিষয়ে প্রচারপত্র তুলে দেয়া হয় তাদের হাতে। বিধায়ক সুশান্ত দেব জানান কামার মৃৎশিল্পী সুতোর চর্মশিল্পী ইত্যাদি কাজে যুক্তদের নিয়ে কখনো কেউ ভাবেনি। একমাত্র যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা করে এই প্রকল্প চালু করেছে। এতে কয়েক কোটি পরিবার উপকৃত হবে। প্রকল্প বাস্তবায়নে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এক থেকে দুই লাখ টাকা স্বল্প সুদে ঋণ প্রদান করা হবে। তিনি জানান শিল্পী এবং কারিগররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন।এছাড়া এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে পূর্ব লক্ষীবিল মহাশ্মশান প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন বিধায়ক সুশান্ত দেব। বিশালগড় মন্ডল কার্যালয় সহ প্রতিটি বুথে যথাযথ মর্যাদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করা হয়।

You may also like

Leave a Comment