Home » সিপাহীজলা জেলায় সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান

সিপাহীজলা জেলায় সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৬ সেপ্টেম্বর।। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সিপাহীজলা জেলায় শুরু হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান। জেলার ১৩৮১৭৫ জন ০ থেকে ১৯ বছরের শিশু কিশোরদের কাছে এই অভিযানের সুবিধা পৌঁছে দেবে স্বাস্থ্য কর্মীরা। শনিবার সিপাহীজলা জেলা শাসকের মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলা শাসক ড বিশাল কুমার। সাংবাদিক সম্মেলনে এছাড়া ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিস দাস, প্রকল্পের নোডাল অফিসার ডা: সর্বানী দেববর্মা, ডা: সৌমেন সরকার। জেলা শাসক ড: বিশাল কুমার জানান আগামী ১৯ সেপ্টেম্বর বক্সনগরে জেলা ভিত্তিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জেলার ১২৮৩ টি অঙ্গনওয়াড়ী সেন্টার, ৬৩ টি বেসরকারি এবং ৫৯৩ টি সরকারি স্কুলে অভিযান চলবে। এছাড়া চা বাগিচা ইট ভাটায় বিশেষ অভিযান সংগঠিত করা হবে। নির্ধারিত সময়ে কোন শিশু কিশোর নির্দিষ্ঠ সেন্টারে সুবিধা নিতে না পারলে তাদের বাড়িতে গিয়ে প্রকল্পের সুবিধা প্রদান করবে স্বাস্থ্য কর্মীরা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা অঙ্গনওয়াড়ী কর্মীরা। জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিস দাস জানান শৈশব ভালো কাটালে কৈশোরে ভালো থাকবেন। শিশু এবং কৈশোরে সুস্থ থাকতে প্রতিরোধ মূলক ব্যবস্থা নিতে এই প্রকল্প চালু হয়েছে । অভিযানে কৃমি নাশক টেবলেট, আয়রণ ফলিক অ্যাসিড ট্যাবলেট, ভিটামিন-এ, পোষণ, টিটেনাস, ডিপ্ থেরিয়া, হামরুবেলা প্রতিষেধক প্রদান ছাড়াও বাল্য বিবাহ, কিশোরী মাতৃত্ব, মাতৃদুগ্ধ পান বিষয়ে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সচেতনতা সভা করা হবে। এছাড়া গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়ুষ্মান ভব কার্যক্রমের শুভারম্ভ করেছেন। সিপাহীজলা জেলায় এই কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি চলছে। জেলা শাসক ড. বিশাল কুমার জানান আয়ুষ্মান আপকে দুয়ার নামক কার্যক্রম হবে। ২ অক্টোবর আয়ুষ্মান সভা হবে প্রতি গ্রামে। স্বাস্থ্য বিষয়ে আলোচনা হবে। এতে স্বাস্থ্য শিক্ষা প্রশাসনের প্রতিনিধি থাকবে। এছাড়া হবে আয়ুস্মান মেলা। সেখানে মাসের প্রথম এবং তৃতীয় শনিবার ব্লাড সুগার প্রেসারের রোগী চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

You may also like

Leave a Comment