লেফুঙ্গা ব্লক এলাকার অন্তর্গত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার বিভিন্ন নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন হয় শনিবার। লেফুঙ্গা আর ডি ব্লকে নবনির্মিত গোডাউন, গামছা কোবরা এডিসি ভিলেজ, বীর মোহন এডিসি ভিলেজ এবং অভিচরণ এডিসি ভিলেজে রাজীব গান্ধী সেবা কেন্দ্রের উদ্বোধন হয়।
“দল এবং রাজনীতি যার যার উন্নয়ন সবার” লেফুঙ্গা ব্লক এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে উদ্বোধন করতে গিয়ে জনগণের প্রতি এই আহ্বান রাখলেন মন্ত্রী রতন লাল নাথ। শনিবার গামছা কোবরা এডিসি ভিলেজে নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন হয়। ইএম রুনিয়াল দেববর্মা এবং লেফুঙ্গা বিএসি চেয়ারম্যান রণবীর দেববর্মা, ইএম রুনিয়াল দেববর্মা ফলকন উন্মোচন করেন। অন্যদিকে অভিচরণ এডিসি ভিলেজে নবনির্বিত পাকা ভবনের ফলক উন্মোচন করেন মন্ত্রী যত লাল নাথ, রুনিয়াল দেববর্মা ও রনবীর দেববর্মা। স্থানীয় বয়োজ্যেষ্ঠ নাগরিককে দিয়ে বীর মোহন এবং অভিচরণ এডিসি ভিলেজের উদ্বোধন করান মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করা হয় আর ডি ব্লকের গোডাউনের। এদিন উদ্বোধনী পর্বে বলতে গিয়ে রতনলাল নাথ বলেন সরকার সমতল এবং পাহাড়ের জন্য সমানভাবে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সরকার। রাস্তাঘাট থেকে শুরু করে, বিদ্যালয়, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সর্বক্ষেত্রেই ঢালাও হারে উন্নয়ন করা হচ্ছে। মন্ত্রী আহবান করেন এলাকার সমস্ত অংশের মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নমূলক কাজে অংশীদার হওয়ার জন্য। দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান রাখেন সরকারি কাজ বাস্তবায়নের ক্ষেত্রে যাতে করে গুণগতমান বজায় থাকে সে বিষয়টি সুনিশ্চিত করতে প্রত্যেকে নজর রাখাতে। এদিনের উদ্বোধনী পর্বকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।
লেফুঙ্গায় একদিনে চারটি নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন
148
previous post