Home » কৈলাসহর মার্চেন্টের উদ্যোগে বিতরন কর্মসূচী

কৈলাসহর মার্চেন্টের উদ্যোগে বিতরন কর্মসূচী

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আজ থেকে পুনরায় চালু হয়েছে অবিভক্ত উত্তর জেলার কৈলাসহর স্থিত একমাত্র মূক ও বধির বিদ্যালয়।মূলত আর্থিক সমস্যায় জর্জরিত থাকায় এই বিদ্যালয়টি ভালোভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না।যদিও সরকারী পৃষ্ঠপোষকতায় চলছে তবুও নিয়মিত ফান্ড না থাকায় খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে বিদ্যালয় পরিচালন কর্তৃপক্ষ।আজ থেকে ফের স্কুলের পঠন পাঠন শুরু হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ কৈলাসহর মার্চেন্ট এসোসিয়েশনের কাছে সাহায্যের দাবি জানালে মার্চেন্ট কর্তৃপক্ষ যথারীতি এগিয়ে আসেন।মার্চেন্টের পক্ষে দেড় শতাধিক মশারী,বেডশিট এবং বালিশের কভার তুলে দেওয়া হয়েছে মূক ও বধির ছাত্রছাত্রীদেরকে।এই বিতরন পর্বে উপস্থিত ছিলেন কৈলাসহর মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক অসীম পাল,সহ-সম্পাদক মাধব পাল,সহ-সভাপতি দোলন দে এবং কোষাধ্যক্ষ বিশ্বজিৎ বিশ্বাস সহ অন্যান্য সদস্যরা।

You may also like

Leave a Comment