Home » রহস্যজনক আগুনে ভস্মীভূত মুদির দোকান।

রহস্যজনক আগুনে ভস্মীভূত মুদির দোকান।

by admin

রহস্যজনক আগুনে ভস্মীভূত মুদির দোকান। ঘটনা শুক্রবার রাতে খোয়াই এর হাতকাটা বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে খোয়াই এ হাত কাটা বাজারে অসিত দেববর্মার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এলাকাবাসী বিষয়টি প্রত্যক্ষ করে খবর দেয় অসিত দেববর্মাকে এবং অগ্নি নির্বাপক দপ্তরকে । প্রথমে এলাকাবাসী দীর্ঘক্ষন চেষ্টা করেও যখন আগুন আয়ত্বে আনতে পারেনি, তখন খবর দেওয়া হয়?খোয়াই দমকল বাহিনীর দপ্তরে। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনির কর্মীরা । তারা এসে দীর্ঘ দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও ১৫ লক্ষ টাকার মত সামগ্রী সহ নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক অসিত দেববর্মা জানান আগুন লাগার কিছুক্ষণ আগে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরবর্তী সময়ে আগুনের ঘটনার খবর পেয়ে দোকানে ছুটে এসে দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলছে। একমাত্র উপার্জন স্থলে আগুন লাগার ঘটনায় মাথায় হাত পড়েছে মুদির দোকানের মালিক অসিত দেববর্মার। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে অসিত দেববর্মার পরিবার। তার একমাত্র উপার্জনের ভরসা ছিল এই ব্যবসায়িক প্রতিষ্ঠান। দোকান ঘরের নেই কোন ইন্সুরেন্স। প্রশাসন এবং সরকার পাশে না দাঁড়ালে এমতাবস্থায় পরিবার পরিজনদের নিয়ে রাস্তায় এসে দাঁড়াতে হবে তাকে ,এমনটাই অভিমত অসিত দেববর্মার।

You may also like

Leave a Comment