Home » বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৬ টি দোকান বশীভূত হয়ে গেল কল্যাণপুরে।

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৬ টি দোকান বশীভূত হয়ে গেল কল্যাণপুরে।

by admin

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৬ টি দোকান বশীভূত হয়ে গেল কল্যাণপুরে।আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল এক এক করে দোকান। ঘটনা কল্যাণপুর থানা এলাকার উপজাতি জনপদ একরাই বাজারে। বৃহস্পতিবার রাতের ঘটনা। কল্যাণপুরের নকসিরাই পাড়া এডিসি ভিলেজ এর একরাই বাজারে। একরাই বাজারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় ১২ টি ছোট বড় দোকান। আংশিক ক্ষতিগ্রস্থ হয় আরও চারটে দোকান। আগুনে পুড়ে য়ায় অঙ্গনওয়ারী কেন্দ্র এবং গ্রামীণ ডাকঘর ও। জানা গেছে একরাই বাজারের নিশি দেববর্মা, প্রমোদ দেববর্মা, তপন দেববর্মা, পুলিন্দ্র দেববর্মা, জগন্নাথ দেববর্মা, অজিত দেববর্মার দোকান সহ ১২ টি দোকান পুড়ে যায়। রাতেই ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় কল্যাণপুর দমকল বাহিনী। এদিন সকালে ছুটে যান কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। ছিলেন কল্যাণপুর ব্লকের বিডিও তরুণ কান্তি সরকার, ডেপুটি কালেক্টর অঞ্জন দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার, ব্লকের বিএসসি চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, ডিসিএম অমিত রায় চৌধুরী সহ সরকারী আধিকারিকরা। বিধায়ক পিনাকী দাস চৌধুরী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং সরকারি আধুনিকদের নির্দেশ দেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করার। তবে প্রশ্ন উঠছে গতকাল রাতে বৃষ্টির মধ্যে কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে জনমনে। খবরে বেশ চাঞ্চল্য তৈরি হয়।

You may also like

Leave a Comment