শান্তির বাজার পূর্তদপ্তর নানান উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিগতদিনেও নানান সামাজিক কর্মসূচী করেযাচ্ছে। শুক্রবার পূর্তদপ্তরের উদ্দ্যোগে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াংকে সংবর্ধনা প্রদানকরাহয়। তারপাশাপাশি শান্তির বাজার মহকুমায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সেরা দশের মধ্যে স্থানাধিকারী ৪ জন কে সংবর্ধনা প্রদানকরাহয়। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রাজ্য সরাকরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলেধরেন। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান রাজ্যে বিজেপি আই পি এফ টির জোট সরকার গঠনের পর ত্রিপুরাতে প্রধানমন্ত্রী অনেকবার এসেছেন যা বিগতদিনে দেখাযায়নি। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া উনার বক্তব্যের মধ্যদিয়ে জানান প্রধানমন্ত্রীর প্রয়াসে ত্রিপুরা বিশ্বের দরবারে পৌঁছে গেছেন। জি ২০ সন্মেলনে সারা বিশ্ব থেকে ১৯ টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহন করেছেন। কেন্দ্রীয় সরকারের সহযোগীতায় ত্রিপুরায় গুনগতমানের শিক্ষাব্যাবস্থা করাহয়েছে। এতেকরে লেখাপড়ার জন্য ও নার্সিং কোর্সের জন্য কাউকে বহিরাজ্যে যেতেহবেনা। মন্ত্রী উনার বক্ত্যবের মধ্যদিয়ে শান্তির বাজার মহকুমায় কৃতী ছাত্র ছাত্রীদের শিক্ষালাভের ক্ষেত্রে কোনোপ্রকারের অসুবিধাহলে সার্বিক সহযোগীতার হাতবারিয়ে দেওয়ার আশ্বাস প্রদানকরেন। পূর্তদপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য,পূর্তদপ্তরের এক্সিউটিভ ইঞ্জিনিয়ার তাপস মারাক, এসডিও প্রবীর বরন দাস সহ অন্যান্যরা। শান্তির বাজার পূর্ত দপ্তরের প্রতিনিয়ত এ ধরনের একের পর এক জনকল্যাণমুখী সামাজিক কর্মসূচি কে কেন্দ্র করে খুশি শান্তিরবাজার মহকুমা এলাকার মানুষ।
মন্ত্রী, বিধায়কের পাশাপাশি চার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় পূর্ত দপ্তরের উদ্যোগে
by admin
written by admin
122