প্রতিনিধি, উদয়পুর :-
শুক্রবার রাত দশটা নাগাদ ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হলেন এক মহিলা । মৃত মহিলার নাম শিখা পাল ,বয়স ৩৫ । ঘটনা উত্তর চন্দ্রপুর ব্রাম্মন পাড়া এলাকায় । জানা যায় , রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনজন ব্যক্তি কথা বলার সময় হঠাৎ করে উদয়পুর রেল স্টেশনের দিক থেকে একটি বাস গাড়ি দ্রুত বেগে মাতার বাড়ির দিকে ছুটে আসছিল । আর তখন ঘাতক গাড়িটি সজোরে আঘাত করে তিনজনকে । সাথে সাথেই দুজন ব্যক্তি গুরুতর আহত হন এবং একজন মহিলা বাস গাড়ির নিচে চাপা পড়ে । পরবর্তী সময়ে এলাকার লোকজন বিকট শব্দ পেয়ে রাস্তায় দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে । ততক্ষণে বাস গাড়ি চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয় । পরে এই ঘটনা খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে । অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মহিলাকে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার । অপরদিকে আহত দুজন ব্যক্তিকে স্থানীয় গ্রামবাসীরা ব্যক্তিগত গাড়ি দিয়ে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে পাঠানো হয় । গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক চাঞ্চল্য ছড়ায় মাতারবাড়ি উত্তর চন্দ্রপুর এলাকায় ।