Home » গাঁজা পাচারের জন্য ব্যবহৃত ট্রান্সফরমার গুলি ত্রিপুরার নয়।।

গাঁজা পাচারের জন্য ব্যবহৃত ট্রান্সফরমার গুলি ত্রিপুরার নয়।।

by admin

প্রতিনিধি ধর্মনগর,, আগরতলা থেকে গুয়াহাটিতে গাঁজা পাচার করতে গিয়ে পাচারকারীরা যেগুলি বিদ্যুতের ট্রান্সফর্মার ব্যবহার করেছিল তার উচ্চ পর্যায়ের তদন্তের জন্য সুদূর আগরতলা থেকে এক প্রতিনিধি দল ছুটে আসেন চুরাইবাড়ি থানায়। তারা সরজমিনে ট্রান্সফরমার গুলি দেখে ও বিভিন্ন পরীক্ষা করে জানান এগুলি ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের কোন ট্রান্সফর্মার নয়। এক কথায় বলতে গেলে নেশা পাচারকারীরা নিত্যনতুন পন্থা অবলম্বন করছে ইদানিং কালে এর ফলে ট্রান্সফরমার গুলোকে ব্যবহার করেছিল। গত ১২ মে সোমবার দুপুরে ত্রিপুরা থেকে গুয়াহাটি পাচারের পথে ট্রান্সফর্মারের ভেতর থেকে চুরাইবাড়ি থানার সামনে থাকা পুলিশ নাকা পয়েন্টে পুলিশের হাতে আটক হয়েছিল UP58AT/1128 নম্বরের একটি গাড়ি থাকা দশটি ট্রান্সফর্মারের ভেতর থেকে ৯৬ প্যাকেটে মোট ৯৬০ কেজি শুকনো গাঁজা সহ দুই গাড়ি চালক ও সহচালক । তারা হল যথাক্রমে গাড়ি চালক অদ্রেশ কুমার সাচ্চান (৪২,পিতা মৃত অশোক কুমার সাচ্চান ) ও সহ চালক প্রমোদ কুমার (৫৯,পিতা মৃত রাম ভরসে)। তাদের বাড়ি উত্তর প্রদেশ রাজ্যের কানপুর জেলার বিধু থানাধীন কানপুরনগর এলাকায়। ট্রান্সফর্মারের সাথে কিছু কাগজপত্র উদ্ধার করেছিল পুলিশ। সেই খবর চাউর হতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা, পানিসাগরের ডিজিএম দেবাশীষ দাস, কদমতলা বিদ্যুৎ দপ্তরের এস ডি ও দীপায়ন দাস সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের নিয়ে চুরাইবাড়ি থানাতে এসে ট্রান্সফর্মার গুলি সরজমিনে তদন্ত করেন। তখন উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং সহ থানার ওসি খোকন সাহাও। সরজমিনে পরিদর্শন শেষে জেনারেল ম্যানেজার শ্রী দেববর্মা জানান,এই ট্রান্সফর্মার গুলি দফতরের কাজে ব্যবহৃত হয়নি। তাছাড়া এই সাইজের ট্রান্সফর্মার ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর ব্যবহার করে না। উনার মতে এই ট্রান্সফর্মার গুলি গাঁজা পাচারের জন্যই তৈরি করা হয়েছে। তাছাড়া ট্রান্সফর্মারের সাথে উদ্ধারকৃত কাগজে যে সই রয়েছে সেটিও নকল বলে জানান তিনি। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং জানান,ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর এর তরফে পরবর্তীতে পুলিশকে রিপোর্ট দেওয়া হবে। তাঁরা জানিয়েছেন ট্রান্সফর্মার গুলি তাঁদের দপ্তরের নয়। তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু তিনি বলেন নি।

You may also like

Leave a Comment