প্রতিনিধি , উদয়পুর :- বৈশাখের তৃতীয় দিনেই গরমে নাভিশ্বাস ওঠার যোগার। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশে কখনও রোদ কখনও আবারও রোদের ফাঁকে মেঘের দেখা মিললেও গরম থেকে স্বস্তি নেই। শুক্রবার পর্যন্ত রাজ্যের গোমতী জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উদয়পুরে কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও। শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এমনটাই আবহাওয়ায় দেখিয়ে যাচ্ছে। কিন্তু তার মাঝেই বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়েছে গোটা উদয়পুর মহকুমা। এদিন তীব্রগতির ঝড়ের কারণে উদয়পুর রেল স্টেশনে মরুভূমির মরু ঝড় দেখতে পাওয়া গিয়েছে যা ইতিমধ্যেই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল । অন্যদিকে মহারানী , কাকড়াবন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা ভেঙে পড়ে রাস্তার উপর। তারপরে ঐ সকল এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে ঝড়ের পরে সে সকল ছবিগুলি গোমতী জেলা শাসক সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। আধ ঘন্টার বৃষ্টিতে কিছুটা স্বস্তি নেমে এসেছে জনমানুষে তার কারণ যেভাবে গত কয়েকদিনের তীব্র গরম নাজেহাল করে তুলেছিল সাধারণ মানুষকে তাতে করে পহেলা বৈশাখ থেকে শুরু করে তার দ্বিতীয় দিনে গরমের হাঁসফাঁস থেকে রেহাই পায়নি কোন মানুষ তারপরে অসুস্থ হয়ে পড়েছে উদয়পুর মহকুমার বিভিন্ন মানুষ । ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন বহু লোক। যেভাবে গরমের তীব্রতা বেড়েছে উদয়পুরে তাতে করে বৃহস্পতিবার দুপুরের হালকা বৃষ্টি স্বস্তি নেমেছে শহরবাসীর মধ্যে।
113
previous post